হাজীগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে তিনজন অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। নারী ও কন্যার প্রতি সহিসংতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে এদিন সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন অদম্য তিনজন নারী রাখি মনি সিনহা, রাবেয়া আক্তার ও তানজিনা হকের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
এর আগে তিনি তাঁর বক্তব্যে রোকেয়া দিবসের তাৎপর্য ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান।
প্রধান অতিথি বলেন, “বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত। তাঁর অগ্নিঝরা সংগ্রাম ও অনুপ্রেরণামূলক কাজ বর্তমান নারীদের আজকের এই অগ্রযাত্রায় ভূমিকা রেখেছে। সমাজের প্রতিকূলতার মধ্যেও তিনি নারী শিক্ষার প্রসারে লড়াই করেছিলেন।
তিনি উপস্থিত অদম্য নারীদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জন করে উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন—এটি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা।”
তিনি বলেন, এখন নারী পুরুষে ক্ষেত্রে কোটা নেই। দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে পুরুষের চেয়েও নারীরা এগিয়ে যাচ্ছে।এমন সময় আসতে পারে পুরুষের জন্য কোটার দাবীও উঠতে পারে।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আঞ্জুুমান ভানু।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা রিসোর্ট সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজি, তথ্য আপা মরিয়ম জামান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।
উচ্চগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুন্নাহার লাভলীর উপস্থাপনায় এসময় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা, হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে শায়কা দিলরুবা দিপ্তী, মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাতুনে জান্নাত, অদম্য নারীদের মধ্যে রাখি মনি সিনহা প্রমুখ।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুধী, অদম্য নারী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জ পৌরসভায় বেগম রোকেয়া দিবস পালিত 



















