চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি গ্রামে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম কমলা রানী সরকার (৬০)। তিনি দোয়াটি সাধু বাড়ি এলাকার বাসিন্দা ও মৃত রমেশ চন্দ্র সরকারের স্ত্রী।
রোববার (১৪ ডিসেম্বর) ভোরে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা মরদেহটি পুকুর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয় বাসিন্দা শিখা রানী সরকার জানান, ভোরবেলা পুকুরপাড়ে গেলে তিনি পানিতে মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।
নিহতের ভাই সুরেন্দ্র সরকার জানান, কমলা রানী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। শনিবার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান মেলেনি। রোববার ভোরে তার মরদেহ উদ্ধারের খবরে পরিবারটি চরমভাবে হতভম্ব হয়ে পড়ে।
মরদেহ বাড়িতে পৌঁছানোর পর আত্মীয়-স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। নিহতের আকস্মিক মৃত্যুতে দোয়াটি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নিজস্ব প্রতিনিধি ॥ 























