ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কচুয়ায় ফুলে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে  ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা

Oplus_16908288

কচুয়া উপজেলার নোয়াগাঁও উত্তর পাড়া জামে  মসজিদে দীর্ঘ ১৮ বছর ইমামতি করার পর ফুলে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় দিয়েছেন এলাকাবাসী।

‎ শুক্রবার নোয়াগাঁও মিয়াজী বাড়ি ইমাম হোসাইনী যুব ফাউন্ডেশনের আয়োজনে ইমাম মাওলানা মোহাম্মদ মুজিবুল হক আল-ক্বাদেরীকে জুমার নামাজের পর  ঘোড়ার গাড়িতে করে তাঁর গ্ৰামের বাড়ি মনোরপুরে পৌঁছে দেন এলাকাবাসী। এর পাশাপাশি তাকে নগদ অর্থ ও উপহার সামগ্রী দেয় মসজিদ পরিচালনা কমিটি। এতে অংশ নেন স্থানীয়রাও। ৬৫ বছর বয়সী ইমাম মাওলানা মজিবুল হক আল-ক্বাদেরী একই উপজেলার মনোরপুর এলাকার বাসিন্দা। তিনি ২০০৭ সাল থেকে টানা ১৮ বছর ধরে নোয়াগাঁও উত্তর পাড়া জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন। এরপর বার্ধক্যজনিত কারণে তিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তার সম্মানে এ ব্যতিক্রমধর্মী বিদায়ের আয়োজন করা হয়।

‎ইমামকে বিদায় জানাতে শুক্রবার সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে আসতে থাকেন স্থানীয়রা। ইমামের বিদায়ে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে ইমামকে ফুল সজ্জিত ঘোড়ার গাড়িতে করে অটোরিকশা ও মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

‎স্থানীয়রা জানান, ইমাম সারাজীবন সত্য ও ন্যায়ের পথে থেকেছেন। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন। তার চলাফেরা ও ব্যহার সবাইকে মুগ্ধ করেছে। তার দেওয়া দ্বীনি শিক্ষায় অনেকেই সঠিক দিশা পেয়েছেন। তাই তার সম্মান স্বরূপ এমন বিদায় সংবর্ধনার আয়োজন করেছেন তারা। পরিশেষে তার অবসর জীবনের সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করেন স্থানীয়রা।

‎নোয়াগাঁও উত্তর পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য আব্দুল জলিল বলেন, তিনি শুধু ইমামতি করেননি। তিনি আমাদের জীবনের নানা দিক-নির্দেশনা দিয়েছেন। সমাজের মানুষকে দ্বীনের পথে আনতে নিরলসভাবে কাজ করে গেছেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মান জানাতে আমরা এ আয়োজন করেছি।

‎আবেগজড়িত কণ্ঠে ইমাম মাওলানা মোহাম্মদ মুজিবুল হক আল-ক্বাদেরী বলেন, জীবনের বড় একটি অংশ এই মসজিদ আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। মসজিদ পরিচালনা কমিটি ও গ্রামবাসী আমাকে এতটা ভালোবাসেন এবং মন থেকে সম্মান করেন, এটি ভেবে খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সেই সাথে সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

‎এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন মজুমদার, কোষাধক্ষ্য কবির হোসেন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, কবির মজুমদার, সদস্য হাজী আব্দুল বাসার, মুকবুল হোসেন,মহিন মিয়াজী, মোঃ পিন্টু মিয়াসহ এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় এসএসসি ২০০০ ব্যাচ ফ্রেন্ডস ক্লাবের বন্ধুত্বদের মিলন মেলা

কচুয়ায় ফুলে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে  ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা

Update Time : ১১:১৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

কচুয়া উপজেলার নোয়াগাঁও উত্তর পাড়া জামে  মসজিদে দীর্ঘ ১৮ বছর ইমামতি করার পর ফুলে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় দিয়েছেন এলাকাবাসী।

‎ শুক্রবার নোয়াগাঁও মিয়াজী বাড়ি ইমাম হোসাইনী যুব ফাউন্ডেশনের আয়োজনে ইমাম মাওলানা মোহাম্মদ মুজিবুল হক আল-ক্বাদেরীকে জুমার নামাজের পর  ঘোড়ার গাড়িতে করে তাঁর গ্ৰামের বাড়ি মনোরপুরে পৌঁছে দেন এলাকাবাসী। এর পাশাপাশি তাকে নগদ অর্থ ও উপহার সামগ্রী দেয় মসজিদ পরিচালনা কমিটি। এতে অংশ নেন স্থানীয়রাও। ৬৫ বছর বয়সী ইমাম মাওলানা মজিবুল হক আল-ক্বাদেরী একই উপজেলার মনোরপুর এলাকার বাসিন্দা। তিনি ২০০৭ সাল থেকে টানা ১৮ বছর ধরে নোয়াগাঁও উত্তর পাড়া জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন। এরপর বার্ধক্যজনিত কারণে তিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তার সম্মানে এ ব্যতিক্রমধর্মী বিদায়ের আয়োজন করা হয়।

‎ইমামকে বিদায় জানাতে শুক্রবার সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে আসতে থাকেন স্থানীয়রা। ইমামের বিদায়ে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে ইমামকে ফুল সজ্জিত ঘোড়ার গাড়িতে করে অটোরিকশা ও মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

‎স্থানীয়রা জানান, ইমাম সারাজীবন সত্য ও ন্যায়ের পথে থেকেছেন। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন। তার চলাফেরা ও ব্যহার সবাইকে মুগ্ধ করেছে। তার দেওয়া দ্বীনি শিক্ষায় অনেকেই সঠিক দিশা পেয়েছেন। তাই তার সম্মান স্বরূপ এমন বিদায় সংবর্ধনার আয়োজন করেছেন তারা। পরিশেষে তার অবসর জীবনের সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করেন স্থানীয়রা।

‎নোয়াগাঁও উত্তর পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য আব্দুল জলিল বলেন, তিনি শুধু ইমামতি করেননি। তিনি আমাদের জীবনের নানা দিক-নির্দেশনা দিয়েছেন। সমাজের মানুষকে দ্বীনের পথে আনতে নিরলসভাবে কাজ করে গেছেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মান জানাতে আমরা এ আয়োজন করেছি।

‎আবেগজড়িত কণ্ঠে ইমাম মাওলানা মোহাম্মদ মুজিবুল হক আল-ক্বাদেরী বলেন, জীবনের বড় একটি অংশ এই মসজিদ আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। মসজিদ পরিচালনা কমিটি ও গ্রামবাসী আমাকে এতটা ভালোবাসেন এবং মন থেকে সম্মান করেন, এটি ভেবে খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সেই সাথে সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

‎এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন মজুমদার, কোষাধক্ষ্য কবির হোসেন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, কবির মজুমদার, সদস্য হাজী আব্দুল বাসার, মুকবুল হোসেন,মহিন মিয়াজী, মোঃ পিন্টু মিয়াসহ এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।