ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কচুয়ায় ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কচুয়ায় ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই হিসেবে অনুষ্ঠিত হলো শিক্ষাবৃত্তি পরীক্ষা।

‎ শিক্ষার্থীদের মেধাবিকাশ ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগে ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই হিসেবে অনুষ্ঠিত হলো শিক্ষাবৃত্তি পরীক্ষা। প্রতিবছরের ন্যায় এ বছরও ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেধাভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২২৫ জন শিক্ষার্থী। ‎পরীক্ষাকে কেন্দ্র করে ডাঃ আব্দুল হাই ক্যাডেট স্কুলের প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের আগ্রহ ও প্রত্যাশা ছিল স্পষ্ট। পরীক্ষার আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি ও মেধার যথাযথ মূল্যায়ন করতেই এই শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন প্রকল্প পরিচালক আহসান উল্যাহ তালুকদার। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন মাওলানা মোঃ শাহজাহান। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মহিবুল্লাহ মানিক এবং উপ-নিয়ন্ত্রক ছিলেন হাবিবুর রহমান। এছাড়া আইসিটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শাকিল হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে ছিলেন জহিরুল ইসলাম। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ আব্দুল হাই, আস্থা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ এবং বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার কামরুল হাসান চৌধুরী। তারা শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং এ ধরনের শিক্ষাবৃত্তি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই এই শিক্ষাবৃত্তি প্রকল্পের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কচুয়ায় ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Update Time : ১০:২৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

‎ শিক্ষার্থীদের মেধাবিকাশ ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগে ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই হিসেবে অনুষ্ঠিত হলো শিক্ষাবৃত্তি পরীক্ষা। প্রতিবছরের ন্যায় এ বছরও ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেধাভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২২৫ জন শিক্ষার্থী। ‎পরীক্ষাকে কেন্দ্র করে ডাঃ আব্দুল হাই ক্যাডেট স্কুলের প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের আগ্রহ ও প্রত্যাশা ছিল স্পষ্ট। পরীক্ষার আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি ও মেধার যথাযথ মূল্যায়ন করতেই এই শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন প্রকল্প পরিচালক আহসান উল্যাহ তালুকদার। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন মাওলানা মোঃ শাহজাহান। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মহিবুল্লাহ মানিক এবং উপ-নিয়ন্ত্রক ছিলেন হাবিবুর রহমান। এছাড়া আইসিটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শাকিল হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে ছিলেন জহিরুল ইসলাম। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ আব্দুল হাই, আস্থা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ এবং বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার কামরুল হাসান চৌধুরী। তারা শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং এ ধরনের শিক্ষাবৃত্তি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই এই শিক্ষাবৃত্তি প্রকল্পের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।