ফরিদগঞ্জের সুবিদপুর দরবার শরীফে ২৫তম দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দরবারের প্রতিষ্ঠাতা পীর মরহুম মাওলানা আব্দুল ওহাব (রহ.) মাদরাসা ও এতিমখানার উদ্যোগে শনিবার ও রবিবার (২০ ও ২১ ডিসেম্বর) দরবার শরীফ সংলগ্ন বিদ্যালয় মাঠে এ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
সুবিদপুর দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত মাহফিলের শেষ দিন পবিত্র কোরআন মাজিদ ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন, কুমিল্লা ফতেহবাদ দরবার শরীফের পীরজাদা, বিশ্বনন্দিত মোফাছ্ছীরে কোরআন আল্লামা শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, ভারতের ফুরফুরা শরীফের খলিফা মাও. গোলাম রাব্বানী, গাজীপুর পূবাইল রাহমানিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাও. কুতুব উদ্দিন ওসমানি, ঢাকা দারুন্নাজাত কামাল মাদরাসার শিক্ষক মাও. মতিউল্যাহ ছিদ্দীকি, ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. হাবিব আল ফারাবি।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আলোচনা পেশ করেন, সিলেট থানা মসজিদের প্রাক্তণ খতিব মাও. নেছার উদ্দিন, বাগপুর জামে মসজিদের খতিব মাও. আব্দুল আজিজ, মাও. আবু জাফর মো. সালেহ, মাও. আনোয়ার হোসেন, মাও. সাখাওয়াত হোসেন, হাফেজ মো. আলমগীর হোসেন ও মাও. সালমান আহম্মদ।
আলোচনা শেষে এলাকাবাসী, দরবারের ভক্তবৃন্দ এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে দিনব্যাপী মাহফিলের বিভিন্ন সময়ে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন, আমন্ত্রিত অতিথি, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
এর আগে মাহফিলের প্রথম দিনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন, সুবিদপুর মাদরাসার সুপার মাও. আকতার হোসাইন ছাদেকী, বরগুনা থেকে আগত মাও. ইব্রাহিম খলিল, বড়গাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. ছিদ্দিকুর রহমান খান।
পীর সাহেবের নাতি মাও. জামিল হোসাইনের উপস্থাপনায় দুই দিনব্যাপী মাহফিলে স্থানীয় আলেমদের মধ্যে আলোচনা পেশ করেন, মাও. লোকমান হোসেন সিরাজী, মাও. আবুল হোসেন, মাও. হাফেজ মোস্তফা, মাও. আব্দুল কাদের মামুন ভুঁইয়া প্রমুখ।
এদিকে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে মাহফিল সম্পন্ন হওয়ায় দরবার শরীফের পক্ষে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, এন্তেজামিয়া কমিটির সদস্যরা।
Reporter Name 























