চাঁদপুর প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি ফলক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে চাঁদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তি ফলক উন্মোচন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠান শেষে নতুন ভবন নির্মাণ কাজের সার্বিক সফলতা ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, বিএম হান্নান, গিয়াসউদ্দিন মিলন ও শাহাদাত হোসেন শান্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমনসহ চাঁদপুর প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।
নতুন ভবন নির্মাণের মাধ্যমে চাঁদপুর প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের জন্য একটি আধুনিক ও সুপরিসর কর্মপরিবেশ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
নিজস্ব প্রতিনিধি ॥ 





















