গত কয়েক দিনের শীতের তীব্রতায় জনজীবন বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের অসহায় অবস্থায় জীবনযাপন করতে হচ্ছে। এই শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার শীতবস্ত্র (কম্বল) নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মুখে তৃতীয় লিঙ্গ, হরিজন কলোনি ও প্রেসক্লাব সংলগ্ন বেদে পল্লীর ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
কম্বল বিতরণের সময় জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার বলেন, গত কয়েকদিন শীতের তীব্রতা বেড়ে চলেছে। এমতাবস্থায় শীতার্তদের পাশে দাঁড়ানো সকলেরই উচিত। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসন প্রতিবছরের মত এবছরও অসহায় শীতার্তদের পাশে আছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় পাশে এগিয়ে আসার আহবান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, পৌর প্রশাসক উজালা রাণী চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, সিনিয়র সাংবাদিক সভাপতি সোহেল রুশদী, এম এ লতিফসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিশেষ প্রতিনিধি: 





















