শাহরাস্তিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।লায়ন্স ক্লাব অফ চিটাগাং গোল্ডেন সিটি এবং লিও ক্লাব অফ চিটাগাং গোল্ডেন স্টার-এর যৌথ ব্যবস্থাপনায় এই ক্যাম্পটি পরিচালিত হয়।
কর্মসূচিটি লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা এর অধীনে “চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও জেকো ফাউন্ডেশন -এর বিশেষ প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হয়েছে। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করে স্থানীয় সংগঠন ‘বিজয়পুর যুব সমাজ’।ওইদিনঅসহায় ও দৃষ্টিশক্তি সমস্যায় ভোগা রোগীদের মাঝে বিনামূল্যে মানসম্মত চশমা বিতরণ।
লেন্স ও চশমাসহ ছানি অপারেশনের ব্যবস্থা।চোখের অন্যান্য সমস্যার প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান।
এই সেবা কার্যক্রমে বিশেষ তত্ত্বাবধানে ছিলেন লায়ন মোহাম্মদ হোসেন (রানা) এমজেএফ (রিজিয়ন চেয়ারম্যান, লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪) এবং লায়ন মোহাম্মদ জাকির হোসেন (জোন চেয়ারম্যান, লায়ন্স ইন্টারন্যাশনাল। বিশেষ অতিথি ছিলেন লায়ন মাহিন উদ্দিন জিলান – জয়েন্ট কেবিনেট ষ্টেজারার,লায়ন মোহাম্মদ জাকির হোসেন রিজিয়ন চেয়ারপার্সন, লায়ন মোঃ লোকমান হোসেন – ক্লাব সেক্রেটারি, লায়ন মোঃ হাসনাতুজ্জামান- ক্লাব জয়েন্ট সেক্রেটারি, লায়ন মোঃ নরুল আনোয়ার -ক্লাব জয়েন্ট ট্রজারার, লায়ন মোঃ আবুল কাশেম — ক্লাব ডিরেক্টর,লায়ন মাইনুল ইসলাম – ক্লাব ডিরেক্টর।ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. নাজমুল হাসান। এছাড়া সেবা কার্যক্রমে সহযোগিতা করেন মিঃ সাইফুল আজম, মিঃ রেজাউল করিম, মিঃ জসিম উদ্দিন , মিঃ সেলিম রেজা এবং মিঃ মিজান, আব্দুল আউয়াল।
Reporter Name 



















