চাঁদপুর-৫ আসনের সাবেক চারবারের সাংসদ মরহুম এমএ মতিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত দোয়া-মাহফিলে মরহুম এমএ মতিনের কবর জিয়ারত ও দোয়া-মাহফিলে অংশগ্রহণ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে (হাজীগঞ্জ-শাহরাস্তি) বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক।
দোয়া-মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি ড. মোহাম্মদ আলমগীর কবির পাটওয়ারী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু বাসার, উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, যুগ্ম আহবায়ক আনোয়ার উল্যাহ পাটওয়ারী, আলী আকবর শেখ, সদস্য মিজানুর রহমান লিটন, নুরুল আমিন হেলাল, ইমাম হোসেন লিটন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন’সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর বিএনিপর যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী, হেলাল উদ্দিন মজুমদার, শাহাব উদ্দিন শাহীন, খোরশেদ আলম ভুট্টু, জামাল উদ্দিন তালুকদার কিরন, এ্যাড. ওমর ফারুক টিটু, নজরুল ইসলাম অভি, মিজানুর রহমান সেলিম, বিল্লাল পাটওয়ারী, সিরাজ খাঁন, মমিন সরকার, ডা. জহির, এমরান মুন্সী, সুমন তালুকদার’সহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদল নেতৃবৃন্দের মধ্যে আহবায়ক হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মোস্তফা কামাল সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক শুক্কুর আলম, যুগ্ম আহবায়ক জুলহাস চৌধুরী ও সাহিদুল ইসলাম সাহিদসহ উপজেলা যুবদলের সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর যুবদলের আহবায়ক মারুফ খান রাসেল, সদস্য সচিব নাজমুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান রবিন, যুগ্ম আহবায়ক জহির আহমেদ জহির ও রোমান গাজী’সহ পৌর যুবদলের সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার’সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি ॥ 

















