“বন্ধুত্বের ঐক্য গড়ে, সেবার সুড়ঙ্গ পথে হাঁটবো”– এই স্লোগানে উজ্জীবিত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা আয়োজিত ৫ম শ্রেণির সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক রচনা প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর-২০২৫ তারিখে মতলবের কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মুহাম্মদ আল আমিন মিয়াজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এএস পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করেন বিজয়ী দুই শিক্ষার্থী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম টিভির চেয়ারম্যান সেলিম মোহাম্মেদ, মিডিয়া ব্যাক্তিত্ব, লন্ডন ইউকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব কচি-কাঁচার মেলার সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মাকসুদুল হক বাবলু, চাঁদপুর জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী, সংগঠনের উপদেষ্টা এডভোকেট আবদুল মান্নান মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা ফারুক আহমেদ বাদল, সংগঠনের উপদেষ্টা, সাংবাদিক ও বাচিক শিল্পী সাইয়্যেদুল আরেফিন শ্যামল, নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সংগঠনের উপদেষ্টা কাজল কুমার দে।
উপস্থিত প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন অঙ্গীকার বন্ধু সংগঠনের পক্ষে সংগঠকগণ। এছাড়াও সকল অতিথিবৃন্দকে বিশেষ উপহার প্রদান করা হয়।
অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, ২০১৩ সাল থেকে স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজ অব্যাহত রাখায় অঙ্গীকার পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। অঙ্গীকার বন্ধু সংগঠন করোনাকালীন সময়ে উপজেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন। মাদকমুক্ত সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সামাজিক সংগঠন হিসেবে অঙ্গীকার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
তারা বলেন, করোনাকালীন সময় সহ বিভিন্ন দূর্যোগকালীন সময়ে অঙ্গীকার বন্ধু সংগঠন অতীতে পীড়িত মানুষের পাশে ছিলো। ২০১৩ সাল থেকে স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে বিরতিহীনভাবে। এই সকল কাজ করতে গিয়ে বিভিন্ন বাঁধা-বিপত্তি অতিক্রম করে বন্ধুত্বের ঐক্য গড়ে, সেবার সূড়ঙ্গ পথে হেঁটে চলছে। বক্তারা এমন মহতী উদ্যোগে একাত্মতা প্রকাশ করেন এবং আগামী দিনেও এরকমভাবে মহতী কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
এবছর সংগঠনের মতলব দক্ষিণ ও উত্তর উপজেলা শাখা কার্যনির্বাহী পরিষদের ব্যবস্থাপনায় বার্ষিক রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এতে মোট ২০ জন মেধাবী শিক্ষার্থী পুরস্কৃত হন। বিজয়ীদের ক্রেস্ট, সনদপত্র ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
সংগঠনের সহ-সভাপতি জয়ন্তী ভৌমিক মূল বক্তব্য উপস্থাপন করেন। আয়োজন সফল করেন সংগঠনের সহ সভাপতি ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, এলিট পরিষদের সদস্য মোঃ সোহেল রানা সরকার, সদস্য জুয়েল রানা সরকার, মো: কামরুল হাসান, মাজেদা আক্তার নুসরাত’সহ অন্যান্য সদস্যগণ।
সমাপনী বক্তব্যে সভাপতি মুহাম্মদ আল আমিন মিয়াজী বলেন, “আমাদের এই উদ্যোগে সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষভাবে ধন্যবাদ জানাই মোঃ মামুন রানা ভাইকে।আজকে উপস্থিত অতিথিবৃন্দ, অভিভাবক মহল, শুভাকাঙ্ক্ষী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।
সফিকুল ইসলাম রিংকু 




















