
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীসহ অন্যান্য দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট অনেক প্রার্থী জমা দিয়েছেন।

রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা।
প্রাপ্ত তথ্য জানা গেছে, চাঁদপুর-১ (কচুয়া) আসনে ২৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৫ জন এবং জমা দিয়েছেন ৭জন।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২০জন এবং জমা দিয়েছেন ১২জন। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে মনোনয়পত্র সংগ্রহ করেন ৯জন এবং জমা দিয়েছেন ৯জন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৫জন এবং জমা দিয়েছেন ১০জন। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১জন এবং জমা দিয়েছেন ৮জন।
নিজস্ব প্রতিনিধি ॥ 

















