উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। ২৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার ওসি তদন্ত , প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাকসুদ আলম, উপজেলা প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডাক্তার মোঃ সরোয়ার আলম, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ নিজাম উদ্দিন সাম্স, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা সহকারি প্রোগ্রামার মোঃ শাহজাহান, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ আবু হাসান,মেহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনির হোসেন, সমবায় অফিসার মোঃ মোতালেব খান, দারিদ্র্য বীমোচন কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান পাটোয়ারী,শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সাংবাদিক আহসান হাবীব পাটোয়ারী, সাংবাদিক ফয়সাল আহমেদ, সাংবাদিক মহিউদ্দিন মাইনু, মেহার উওর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, রায়শ্রী উওর ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশু, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ আবদুর রাজ্জাক, সূচীপাড়া উওর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন লিটন,সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাব উদ্দিন হেলাল , মেহার দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রুহুল আমিন, চিতোষী পশ্চিম ইউনিয়নের জোবায়েদ কবির বাহাদুর, চিতোষী পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইঞ্জিনিয়ার আলম বেলাল, বীর মুক্তিযোদ্ধা মহসিন মজুমদার প্রমুখ।
মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, ফসলি জমির টপ সয়েল কর্তন রোধে প্রশাসনিক হস্তক্ষেপসহ বিভিন্ন সমস্যা বিষয় নিয়ে বক্তব্য রাখেন। তবে বক্তাগণ শাহরাস্তি উপজেলার আইন-শৃঙ্খলার ভূয়োঁষী প্রশংসা করেন ।
মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া: 






















