
স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের প্রাণের বন্ধন হিসেবে পরিচিত অরাজনৈতিক প্ল্যাটফর্ম ” অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা এর ২য় সংশোধিত গঠনতন্ত্রের স্বতন্ত্র বিধি-০৪ এর অনুচ্ছেদ -(ঘ) এর উপ-অনুচ্ছেদ (ঘ/১) অনুসারে সংগঠনের শাখা কমিটি মতলব দক্ষিণ উপজেলা কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২৬) কমিটি গঠন করা হয়েছে। এতে দক্ষ নারী সংগঠক ও গুণী শিক্ষক জয়ন্তী ভৌমিক কে আহবায়ক ও সংগঠক মোঃ কামরুল হাসান কে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
স্থায়ী পরিষদের ২১০ তম বোর্ড সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্থায়ী পরিষদের আহবায়ক মোঃ আনিছুর রহমান এর প্রস্তাবনা ও বোর্ড সভার অনুমোদনে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য কমিটি ঘোষণা করা হয়। সম্প্রতি সংগঠনের প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে সুমন পাটোয়ারী, মাহিনুর ইসলাম বৃষ্টি ও মো. সৈকত তালুকদার-কে মনোনীত করা হয়েছে।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— মাজেদা আক্তার নূসরাত, সিমান্ত পাল, মো. তামিম তালুকদার, মো. তাহসিন মিয়াজী, তোফায়েল আহমেদ তুহিন, আইরিন পারভীন, মো. জাহিরুল ইসলাম, মো. নোমান হোসেন বকাউল, মো. সিয়াম হোসেন ও ওমর ফারুক মজুমদার।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন এই কমিটির মাধ্যমে মতলব দক্ষিণ উপজেলায় মানবিক কার্যক্রম, স্বেচ্ছাসেবী উদ্যোগ, যুব উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আরও গতিশীল ভূমিকা পালন করা হবে।
নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সফিকুল ইসলাম রিংকু 





















