দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের দায়ে হাজীগঞ্জ উপজেলা বিএনিপর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা’সহ দেশের বিভিন্ন ইউনিটের ২২ জন নেতার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বহিষ্কার, পদ স্থগিত ও অব্যাহতির আদেশ প্রত্যাহার বিএনপি।
রোববার (৪ জানুয়ারী) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আলহাজ¦ ইমাম হোসেন ও আবু সুফিয়ান রানা’সহ দেশের বিভিন্ন উপজেলার ২২ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে বহিস্কারাদেশ প্রত্যাহার ও প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক, সাধারণ সম্পাদক এ্যাড. সলিম উল্যাহ সেলিম’সহ দলীয় সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করেন, আলহাজ¦ ইমাম হোসেন ও আবু সুফিয়ান রানা।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে হাজীগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল’সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলহাজ¦ ইমাম হোসেন ও আবু সুফিয়ান রানাকে ফুলেল শুভেচ্ছা জানান।
Reporter Name 


















