চাঁদপুরে মোটরসাইকেলের পার্টসের নকল স্টিকার ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ মোবিল বিক্রির জন্য সংরক্ষণ করায় একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের স্টেডিয়াম রোডের আলম ব্রাদার্স নামে প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা ও জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযানের সময় শহরের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার গ্যাসের ডিলার ও পাইকারি দোকানে তদারকি করা হয়। এসময় সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাসের বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি মূল্য তালিকা টানানো, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে স্টেডিয়াম রোড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদোত্তীর্ণ মোবিল বিক্রয়ের জন্য সংরক্ষণ করা এবং মোটরসাইকেলের পার্টসের নকল স্টিকার ব্যবহার করে মোড়কজাত করার অপরাধে মেসার্স আলম ব্রাদার্স মালিককে ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় নকল স্টিকার ও মেয়াদ উত্তীর্ণ মবিল ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
নিজস্ব প্রতিনিধি ॥ 



















