বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন হাজীগঞ্জ পৌর শ্রমিক দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারী) ৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন, শ্রমিক দলের জেলা সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ভুঁইয়া।
নবগঠিত হাজীগঞ্জ পৌর শ্রমিক দলের আহবায়ক হলেন, মো. রাশেদ আলম হীরা, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মারুফ হোসেন লারা, যুগ্ম আহবায়ক মো. ইসমাঈল হোসেন, মো. শাহআলম মুন্সী ও সদস্য সচিব সোহেল রানা সোহেল।
এদিকে কমিটি অনুমোদনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হকের সাথে দেখা করেন, পৌর শ্রমিক দলের আহবায়ক রাশেদ আলম হীরা ও সদস্য সচিব সোহেল রানা সোহেল। এসময় তারা ইঞ্জি. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।
Reporter Name 




















