সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে মতলব পৌরসভার সদর বাজারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী মতলব বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি না করে বেশি দামে বিক্রি করে আসছিল। এমন সংবাদে মতলব বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জননী ট্রেডার্স ৫ হাজার টাকা, খান মটরস ২ হাজার টাকা ও নাইমা ট্রেডার্স ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা জানান, জনস্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
একইদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মতলব বাজারের সিয়াম বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মতলব দক্ষিণ পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সফিকুল ইসলাম রিংকু 




















