ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মতলবে দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দিলো এলাকাবাসী 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৬ টায় এক মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে দুই যুবককে হাতেনাতে ধরেছে স্থানীয় এলাকাবাসী।
তারা হলেন শাহজাহান (২৭) ও বাবুর আলী (২৫)। তাদের দুজনের বাড়ী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মাঝি গাছা গ্রামে। শাহজাহান হচ্ছে ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং বাবুর আলী একই গ্রামের ইউনুস ঢালীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী গণধোলাই দিয়ে দুই ছিনতাইকারীকে পুলিশের কাছে তুলে দেয় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
স্থানীয় এলাকাবাসী এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাজিয়ারা গ্রামের মাছ ব্যবসায়ী ভাসন চন্দ্র নম বৃহস্পতিবার ভোরবেলায় কাজিয়ারা গ্রামের নিজ বাড়ী থেকে নারায়ণপুর বাজারে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে মোটরসাইকেল যোগে এসে দু’যুবক ধারালো ছুরি বের করে মাছ ব্যবসায়ী ভাসন চন্দ্র নমকে আক্রমণ করে এবং তার সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এসে ছিনতাইকারী দুজনকে আটক করে গণধোলাই দেয়া হয়। মুহুর্তের মধ্যে শত শত লোকজন এসে ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা। এলাকাবাসী মতলব দক্ষিণ থানা পুলিশকে সংবাদ দিলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান থানার ওসিসহ পুলিশ ফোর্স। পরে ছিনতাইকারী দুজনকে পুলিশের নিকট সোপর্দ করা হলে তাদেরকে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গত বেশ কয়েকদিন যাবৎ ঘন কুয়াশার কারনে ছিনতাইকারী চক্রটি সক্রিয় হয়ে উঠে। মতলব নায়েরগাঁও পেন্নাই সড়কের পানির টাংকি, খান কপি হাউজ, নারায়ণপুর, আশ্বিনপুর ও নায়েরগাঁও সড়কে ৫/৭ টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। তারপর থেকে এলাকাবাসী এবং পুলিশও এ চক্রটি ধরতে মরিয়া হয়ে ওঠে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো.হাফিজুর রহমান মানিক বলেন, আটককৃত দু’জনের বিরুদ্ধে ভুক্তভোগী ভাসন চন্দ্র নম বাদী হয়ে থানায় দস্যুতা মামলা করেছে। পরে তাদেরকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চর্যাপদ সাহিত্য একাডেমির শিক্ষাবৃত্তি পেলো দুই শিক্ষার্থী

মতলবে দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দিলো এলাকাবাসী 

Update Time : ০৯:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৬ টায় এক মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে দুই যুবককে হাতেনাতে ধরেছে স্থানীয় এলাকাবাসী।
তারা হলেন শাহজাহান (২৭) ও বাবুর আলী (২৫)। তাদের দুজনের বাড়ী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মাঝি গাছা গ্রামে। শাহজাহান হচ্ছে ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং বাবুর আলী একই গ্রামের ইউনুস ঢালীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী গণধোলাই দিয়ে দুই ছিনতাইকারীকে পুলিশের কাছে তুলে দেয় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
স্থানীয় এলাকাবাসী এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাজিয়ারা গ্রামের মাছ ব্যবসায়ী ভাসন চন্দ্র নম বৃহস্পতিবার ভোরবেলায় কাজিয়ারা গ্রামের নিজ বাড়ী থেকে নারায়ণপুর বাজারে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে মোটরসাইকেল যোগে এসে দু’যুবক ধারালো ছুরি বের করে মাছ ব্যবসায়ী ভাসন চন্দ্র নমকে আক্রমণ করে এবং তার সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এসে ছিনতাইকারী দুজনকে আটক করে গণধোলাই দেয়া হয়। মুহুর্তের মধ্যে শত শত লোকজন এসে ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা। এলাকাবাসী মতলব দক্ষিণ থানা পুলিশকে সংবাদ দিলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান থানার ওসিসহ পুলিশ ফোর্স। পরে ছিনতাইকারী দুজনকে পুলিশের নিকট সোপর্দ করা হলে তাদেরকে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গত বেশ কয়েকদিন যাবৎ ঘন কুয়াশার কারনে ছিনতাইকারী চক্রটি সক্রিয় হয়ে উঠে। মতলব নায়েরগাঁও পেন্নাই সড়কের পানির টাংকি, খান কপি হাউজ, নারায়ণপুর, আশ্বিনপুর ও নায়েরগাঁও সড়কে ৫/৭ টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। তারপর থেকে এলাকাবাসী এবং পুলিশও এ চক্রটি ধরতে মরিয়া হয়ে ওঠে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো.হাফিজুর রহমান মানিক বলেন, আটককৃত দু’জনের বিরুদ্ধে ভুক্তভোগী ভাসন চন্দ্র নম বাদী হয়ে থানায় দস্যুতা মামলা করেছে। পরে তাদেরকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।