ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শাহরাস্তিতে এক বিধবা মহিলা প্রায় আড়াই মাস অবরুদ্ধ, থানায় অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৫৯ Time View

প্রতিনিধির পাঠানো ছবি।

শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের খনেশ্বর ভূইয়া বাড়ীর, মৃত কামাল উদ্দিন এর স্ত্রী রোকাইয়া বেগম(৫৫) তার অভিযোগে জানা যায়, খনেশ্বর মৌজার ৮১ নং খতিয়ানের, সাবেক ১৭৬ হালে ৩৩৪ খতিয়ানের একাশতাং এবং পৈত্রিক ১.৭৫ শতাংশ ভূমি , বিবাদীরা জোরপূর্বক দখল করার জন্য আমাদের চলাচলের পথে বেড়া দিয়ে, আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে।

৬ নভেম্বর  ২০২৫ইং সাড়ে ১১ টার দিকে  বেড়াতে যাওয়ার সময় আমি বাধা দিলে, তারা আমাকে মার ধর করা সহ, প্রকাশ্যে প্রাণে মারার হুমকি দিয়েছ।

বিবাদীরা যে কোন সময় তার বড় ধরনের প্রতি সাধন করিতে পারে, বিধায় রোকেয়া বেগম বাদী হয়ে  ৪ জনকে বিবাদী করে , শাহারাত্তি থানার একটি অভিযোগ দায়ের করেন। বিপদেরা হচ্ছেন মোঃ মাছুম (২৫)মোহাম্মদ রিপন (৩০)সর্ব পিতা :মোহাম্মদ আলী হোসেন, মোঃ শরীফ পিতা আব্দুল মালেক, মোহাম্মদ আবুল হোসেন, পিতা সুবাহান সর্বসাং খনেশ্বর।

বিষয়টি তদন্ত করেছেন থানার এ এস আই মোঃ সাদ্দাম হোসেন, তিনি এই প্রতিনিধিকে জানান, বিষয়টি আমি তদন্ত করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপর মীমাংসা করে দেওয়ার জন্য দিয়ে আসছি।

স্থানীয়রা  মীমাংসা করলেও, বাদী তা মানতে রাজি নয়। বাদী জানান সালিশেরা আমার কাগজপত্রের তোয়াক্কা না করে, আমাকে ঘর সরিয়ে নেওয়ার জন্য বলেন, আমি রাজি না হওয়ায়, আজ প্রায় আড়াই মাস, বেড়া দিয়ে আমাকে অবরুদ্ধ করে রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কেয়ামতের আগে দাজ্জাল জান্নাতের টিকেট দিবে-সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী

শাহরাস্তিতে এক বিধবা মহিলা প্রায় আড়াই মাস অবরুদ্ধ, থানায় অভিযোগ

Update Time : ০৮:৪৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের খনেশ্বর ভূইয়া বাড়ীর, মৃত কামাল উদ্দিন এর স্ত্রী রোকাইয়া বেগম(৫৫) তার অভিযোগে জানা যায়, খনেশ্বর মৌজার ৮১ নং খতিয়ানের, সাবেক ১৭৬ হালে ৩৩৪ খতিয়ানের একাশতাং এবং পৈত্রিক ১.৭৫ শতাংশ ভূমি , বিবাদীরা জোরপূর্বক দখল করার জন্য আমাদের চলাচলের পথে বেড়া দিয়ে, আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে।

৬ নভেম্বর  ২০২৫ইং সাড়ে ১১ টার দিকে  বেড়াতে যাওয়ার সময় আমি বাধা দিলে, তারা আমাকে মার ধর করা সহ, প্রকাশ্যে প্রাণে মারার হুমকি দিয়েছ।

বিবাদীরা যে কোন সময় তার বড় ধরনের প্রতি সাধন করিতে পারে, বিধায় রোকেয়া বেগম বাদী হয়ে  ৪ জনকে বিবাদী করে , শাহারাত্তি থানার একটি অভিযোগ দায়ের করেন। বিপদেরা হচ্ছেন মোঃ মাছুম (২৫)মোহাম্মদ রিপন (৩০)সর্ব পিতা :মোহাম্মদ আলী হোসেন, মোঃ শরীফ পিতা আব্দুল মালেক, মোহাম্মদ আবুল হোসেন, পিতা সুবাহান সর্বসাং খনেশ্বর।

বিষয়টি তদন্ত করেছেন থানার এ এস আই মোঃ সাদ্দাম হোসেন, তিনি এই প্রতিনিধিকে জানান, বিষয়টি আমি তদন্ত করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপর মীমাংসা করে দেওয়ার জন্য দিয়ে আসছি।

স্থানীয়রা  মীমাংসা করলেও, বাদী তা মানতে রাজি নয়। বাদী জানান সালিশেরা আমার কাগজপত্রের তোয়াক্কা না করে, আমাকে ঘর সরিয়ে নেওয়ার জন্য বলেন, আমি রাজি না হওয়ায়, আজ প্রায় আড়াই মাস, বেড়া দিয়ে আমাকে অবরুদ্ধ করে রেখেছে।