আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ডে বিএনপি মনোনিত চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হকের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে দোয়া-মাহফিলের মধ্য দিয়ে পৌরসভাধীন স্বর্ণকলি কেজি সংলগ্ন এলাকায় এ নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাও. বিএম মাহদী হাসান। মোনাজাতে প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’সহ দলীয় প্রয়াত নেতাকর্মীদের মাগফেরাত এবং তারেক রহমান ও চাঁদপুর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হকের সুস্থতা ও নির্বাচনী সফলতা কামনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আবুল বাসার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খালেদ মাহমুদ মিঠু, মিজানুর রহমান সেলিম, বিল্লাল পাটওয়ারী, সদস্য ডা. জহির, শাহিন মজুমদার, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম, বিএনপি নেতা শাহাদাত তালুকদার, সেলিম খাঁন, রুহুল আমিন, আব্দুল করিম, পৌর যুবদলের সদস্য সচিব নাজমুল হাসান রাজন, যুগ্ম আহবায়ক জহির আহমেদ জহির উপস্থিত ছিলেন।
এছাড়া যুবনেতা তাজুল ইসলাম, সুমন তালকুদার, কামাল হোসেন ফারুক, আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর হোসেন, পৌর শ্রমিক দলের সদস্য সচিব সোহেল রানা সোহেল, যুবনেতা কামরুল হাসান চাঁদ, বিক্রম হোসেন, শাহজালাল নয়ন, ছাত্রনেতা সাখাওয়াত হোসেন, কবির আহমেদ হিমেল, শিপন, আনোয়ার’সহ পৌর ও ৮নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
Reporter Name 




















