• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
কোটা আন্দোলনকে পুঁজি করে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের প্রতিহতের আহ্বান প্রধানমন্ত্রীর সহিংসতার ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে ছবি-ফাইল আদান-প্রদান নাশকতাকারী যেই হোক, ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাকাসহ বিভিন্ন জেলায় এ পর্যন্ত ১৯৭ জনের মৃত্যু আজ রাতেই সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু : পলক চট্টগ্রামে বাসে আগুন দিতে লেগুনা চালকের সাথে শ্রমিক লীগ নেতার চুক্তি হাজীগঞ্জে দুইটি গাড়ি পুড়িয়েছে দুর্বৃত্তরা : মৃত্যুশয্যায় হেলপার

হাজীগঞ্জ পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার সাধারণ সম্পাদক তুহিন

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
দেলোয়ার হোসেন মুন্সি ও শাহরিয়ার তুহিন।

মো. জহির হোসেন॥
হাজীগঞ্জ পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আমিরের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য জাহিদুর রমান জাহিদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রহমান মিঠু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহমেদ খসরু।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সমির লাল দত্ত, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাছের আদনান, আওয়ামী লীগ নেতা অধ্যাপক স্বপন কুমার পাল, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মুন্সি মোহাম্মদ মনির, মাহবুবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান মুন্সি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম মামুন, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বি’সহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ৩জন ও সাধারণ সম্পাদক পদে ৫জনের নাম প্রস্তাব সমর্থন করা হয়। দ্বিতীয় অধিবেশনের সভাপতি পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন সভাপতি হিসেবে দেলোয়ার হোসেন মুন্সি ও সাধারণ সম্পাদক হিসেবে শাহরিয়ার তুহিনের নাম ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১