নিজস্ব প্রতিনিধি:
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারীর নেতৃত্বে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার বিকাল সাড়ে ৩টায় গাউছিয়া হাইওয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি হাজীগঞ্জ বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাউছিয়া হাইওয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে সোহেল আলম বেপারী বলেন জামাত বিএনপি যদি পূর্বের ন্যায় অগ্নি সন্ত্রাসেরর নামে কোনো ঘটনা ঘটানোর চেস্টা করে ছাত্রলীগ রাজপথে তার জবাব দিবে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর্দশের রাজনীতি করি, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব আগামীর স্মার্ট বাংলাদেশ দুর্বার গতিতে এগয়ে যাবে। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ছাত্রলীগ সব সময় মাঠে থাকবে।
Reporter Name 
















