ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মোটর সাইকেল দুর্ঘটনায় ঘটস্থলে দুই বন্ধুর মৃত্যু, আরেক বন্ধু হাসপাতালে

  • Reporter Name
  • Update Time : ১১:২৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • ৫৪ Time View

বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা রাতে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের উপজেলার খানপুর ইউনিয়নের বোয়ালমারি (ভস্তার বিল) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর বালাপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে তানজিদ হাসান (২০) ও পার্শ্ববর্তী কুসুম্বী ইউনিয়নের বাগড়া গ্রামের তারেক হাসানের ছেলে রিফাত সিদ্দিকী (২৩)। এ ছাড়া আহত হয়েছেন একই ইউনিয়নের পাকুরিয়া পাড়া গ্রামের মাহফুজুর রহমানের ছেলে মেজবাহ উদ্দীন (২০)। তারা একে অপরের বন্ধু ছিলেন।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে তিন বন্ধু বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বোয়ালমারি (ভস্তার বিল) নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বেইলি ব্রিজের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা ১৫ থেকে ২০ ফুট দূরে ছিটকে পড়েন। এমনকি একজন ব্রিজের নিচে খালের পানির মধ্যে ডুবে নিখোঁজ হন।

পরে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন তারা। সেইসঙ্গে স্থানীয় লোকজনের সহযোগিতায় নিখোঁজ যুবকসহ আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করার পর তানজিদ ও রিফাতকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর মেজবাহ উদ্দীন নামে আরেক যুবক ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

নিহতের স্বজন আবু সুফিয়ান জানান, শুভগাছা গ্রামে বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন তারা। এরপর মোটরসাইকেলে বেড়ানোর জন্য ধুনটে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পতিত হন।

জানতে চাইলে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুর্ঘটনায় নিহতদের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

নিরাপত্তা চেয়ে এক মাস আগে জিডি করেছিলো এনসিপি নেত্রী রুমী

মোটর সাইকেল দুর্ঘটনায় ঘটস্থলে দুই বন্ধুর মৃত্যু, আরেক বন্ধু হাসপাতালে

Update Time : ১১:২৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩

বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা রাতে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের উপজেলার খানপুর ইউনিয়নের বোয়ালমারি (ভস্তার বিল) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর বালাপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে তানজিদ হাসান (২০) ও পার্শ্ববর্তী কুসুম্বী ইউনিয়নের বাগড়া গ্রামের তারেক হাসানের ছেলে রিফাত সিদ্দিকী (২৩)। এ ছাড়া আহত হয়েছেন একই ইউনিয়নের পাকুরিয়া পাড়া গ্রামের মাহফুজুর রহমানের ছেলে মেজবাহ উদ্দীন (২০)। তারা একে অপরের বন্ধু ছিলেন।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে তিন বন্ধু বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বোয়ালমারি (ভস্তার বিল) নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বেইলি ব্রিজের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা ১৫ থেকে ২০ ফুট দূরে ছিটকে পড়েন। এমনকি একজন ব্রিজের নিচে খালের পানির মধ্যে ডুবে নিখোঁজ হন।

পরে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন তারা। সেইসঙ্গে স্থানীয় লোকজনের সহযোগিতায় নিখোঁজ যুবকসহ আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করার পর তানজিদ ও রিফাতকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর মেজবাহ উদ্দীন নামে আরেক যুবক ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

নিহতের স্বজন আবু সুফিয়ান জানান, শুভগাছা গ্রামে বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন তারা। এরপর মোটরসাইকেলে বেড়ানোর জন্য ধুনটে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পতিত হন।

জানতে চাইলে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুর্ঘটনায় নিহতদের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।