ঢাকা 7:38 am, Saturday, 6 September 2025

এইচএসসি ও বিএমটি শিক্ষার্থীদের মানোন্নয়নে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

  • Reporter Name
  • Update Time : 07:22:42 pm, Wednesday, 22 November 2023
  • 27 Time View

 হাজীগঞ্জ ডিগ্রি কলেজে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ।

এইচএসসি সাধারণ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) ও বিএমটি শাখার শিক্ষার্থীদের মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১১টায় কলেজের ছাত্র-শিক্ষক মিলনাতয়নে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্যে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হলে মানসম্মত শিক্ষা প্রদান করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক এবং অভিভাবকের দায়িত্ব রয়েছে। অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে।

অভিভাবকদের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, সন্তানদের নিয়মিত কলেজে পাঠাবেন। তারা নিয়মিত কলেজে আসে কিনা, তা তদারকি করবেন। মাঝে-মধ্যে কলেজে এসে খোঁজ-খবর নিবেন এবং বাড়িতে লেখাপড়া করে করে কিনা তা দেখবেন। তারা যেন স্মার্ট মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকে, সে চেষ্টা করবেন।
সমাবেশে পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, বিদ্যোৎসাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ফরহাদ হোসেন রতন, অভিভাবক সদস্য মো. শামছুজ্জামান মুন্সী ও মো. মুজিবুর রহমান তালুকদার, উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্যাহ, সহকারী অধ্যাপক নাজমা আক্তার, মোহাম্মদ মাকছুদুর রহমান, মো. বেলাল হোসেন, শ্রীকৃষ্ণ দে, বিলকিস আরা বেগম, প্রদীপ কুমার দাস ও প্রভাষক বিকাশ চক্রবর্তী।

সহকারী অধ্যাপক তৌহিদা আক্তারের উপস্থাপনায় অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন, আব্দুল্লাহ আল-মেহমুদ, আবুল কালাম আজাদ, সৈয়দ নূর হোসেন, মো. হাবিবুর রহমান ও মো. কামাল হোসেন প্রমুখ। এসময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

এইচএসসি ও বিএমটি শিক্ষার্থীদের মানোন্নয়নে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

Update Time : 07:22:42 pm, Wednesday, 22 November 2023

এইচএসসি সাধারণ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) ও বিএমটি শাখার শিক্ষার্থীদের মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১১টায় কলেজের ছাত্র-শিক্ষক মিলনাতয়নে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্যে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হলে মানসম্মত শিক্ষা প্রদান করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক এবং অভিভাবকের দায়িত্ব রয়েছে। অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে।

অভিভাবকদের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, সন্তানদের নিয়মিত কলেজে পাঠাবেন। তারা নিয়মিত কলেজে আসে কিনা, তা তদারকি করবেন। মাঝে-মধ্যে কলেজে এসে খোঁজ-খবর নিবেন এবং বাড়িতে লেখাপড়া করে করে কিনা তা দেখবেন। তারা যেন স্মার্ট মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকে, সে চেষ্টা করবেন।
সমাবেশে পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, বিদ্যোৎসাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ফরহাদ হোসেন রতন, অভিভাবক সদস্য মো. শামছুজ্জামান মুন্সী ও মো. মুজিবুর রহমান তালুকদার, উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্যাহ, সহকারী অধ্যাপক নাজমা আক্তার, মোহাম্মদ মাকছুদুর রহমান, মো. বেলাল হোসেন, শ্রীকৃষ্ণ দে, বিলকিস আরা বেগম, প্রদীপ কুমার দাস ও প্রভাষক বিকাশ চক্রবর্তী।

সহকারী অধ্যাপক তৌহিদা আক্তারের উপস্থাপনায় অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন, আব্দুল্লাহ আল-মেহমুদ, আবুল কালাম আজাদ, সৈয়দ নূর হোসেন, মো. হাবিবুর রহমান ও মো. কামাল হোসেন প্রমুখ। এসময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।