শিরোনাম:
আইন নিজের হাতে তুলে নেয়া যাবেনা, অপরাধীদের বিচার রাষ্ট্র করবে-ইঞ্জি. মমিনুল হক টঙ্গীতে সেই দুই শিশুকে বঁটি দিয়ে কু পিয়ে হ ত্যা করেছে তাদের মা নোয়াদ্দা শুহাদায়ে কারবালা জামে মসজিদের কমিটি গঠন হাজীগঞ্জে ব্যবসায়ী, পরীক্ষার্থী ও জানমালের ক্ষতিসাধন ঠেকাতে মেলা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

মেলার নামে অনিয়ম, চাঁদাবাজী এবং আইনশৃঙ্খলার অবনতির দায় বিএনপি বহন করবে না-আলহাজ্ব ইমাম হোসেন দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  হাজীগঞ্জে সাড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ হাজীগঞ্জের রামপুরে সংঘর্ষে রণক্ষেত্র, জড়িয়ে পড়লো কয়েকটি গ্রাম হাজীগঞ্জে সিগারেট পান করাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ: আহত অর্ধশতাধিক উৎসবমূখর পরিবেশে হাজীগঞ্জে পালিত হচ্ছে ঈদুল ফিতর উৎসবমুখর পরিবেশে চাঁদপুরেও উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

এইচএসসি ও বিএমটি শিক্ষার্থীদের মানোন্নয়নে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
 হাজীগঞ্জ ডিগ্রি কলেজে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ।

এইচএসসি সাধারণ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) ও বিএমটি শাখার শিক্ষার্থীদের মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১১টায় কলেজের ছাত্র-শিক্ষক মিলনাতয়নে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্যে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হলে মানসম্মত শিক্ষা প্রদান করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক এবং অভিভাবকের দায়িত্ব রয়েছে। অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে।

অভিভাবকদের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, সন্তানদের নিয়মিত কলেজে পাঠাবেন। তারা নিয়মিত কলেজে আসে কিনা, তা তদারকি করবেন। মাঝে-মধ্যে কলেজে এসে খোঁজ-খবর নিবেন এবং বাড়িতে লেখাপড়া করে করে কিনা তা দেখবেন। তারা যেন স্মার্ট মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকে, সে চেষ্টা করবেন।
সমাবেশে পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, বিদ্যোৎসাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ফরহাদ হোসেন রতন, অভিভাবক সদস্য মো. শামছুজ্জামান মুন্সী ও মো. মুজিবুর রহমান তালুকদার, উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্যাহ, সহকারী অধ্যাপক নাজমা আক্তার, মোহাম্মদ মাকছুদুর রহমান, মো. বেলাল হোসেন, শ্রীকৃষ্ণ দে, বিলকিস আরা বেগম, প্রদীপ কুমার দাস ও প্রভাষক বিকাশ চক্রবর্তী।

সহকারী অধ্যাপক তৌহিদা আক্তারের উপস্থাপনায় অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন, আব্দুল্লাহ আল-মেহমুদ, আবুল কালাম আজাদ, সৈয়দ নূর হোসেন, মো. হাবিবুর রহমান ও মো. কামাল হোসেন প্রমুখ। এসময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০