মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জের বড়কুল পূর্ব ও বড়কুল পশ্চিম ইউনিয়নে একদিনে নৌকা প্রতীকের ৭টি পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত পথসভাগুলোতে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
এ দিন বড়কুল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা গ্রাম, রায়চোঁ বাজার, মোল্লাডহর গ্রাম ও সোনাইমুঁড়ি গ্রাম এবং বড়কুল পশ্চিম ইউনিয়নের দেবিপুর বাজার, সাদ্রা চৌরাস্তা এবং রামচন্দ্রপুর ভুইয়া একাডেমি মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে সোনাইমুঁড়ি ও রামচন্দ্রপুর ভুইয়া একাডেমিতে অনুষ্ঠিত পথসভা জনসভায় রূপ নেয়।
পথসভায় মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, ১৯৯৬ সালে আমি প্রথমবার নৌকা প্রতীক নিয়ে আপনাদের মাঝে এসেছি। আপনারা আমার সম্মান রেখেছেন এবং আমাকে সম্মান দিয়েছেন। এরপর থেকে প্রায় ত্রিশ বছরের রাজনৈতিক পরিচয়। আপনারা আমাকে ভোট দিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন।
তিনি বলেন, এই চারবার সংসদ সদস্য থাকাকালীন সময়ে বিশেষ করে গত ১৫ বছরে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা ব্যাপক উন্নয়নের মধ্যে প্রায় ৭’শ কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণ, ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু, প্রায় ৭’শ ব্রীজ-কালর্ভাট ও প্রায় ৬’শ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ এবং শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করেছি।
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বলেই এসব উন্নয়ন করতে পেরেছেন উল্লেখ করে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, আমি ষষ্ঠবারের মতো নৌকা প্রতীক দিয়ে আবারো আপনাদের কাছে এসেছি। আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে বাকি কাজ সম্পন্ন ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ দিন।
তিনি আরো বলেন, যেহেতু উন্নয়ন করার মতো আর কোন কাজ বাকি থাকবে না। তাই, আগামিতে বৃদ্ধ বাবা-মা ও তরুণদের জন্য কাজ করবো। এর মধ্যে তরুণ-যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, বাবা-মা যাতে দুবেলা পেট ভরে খাবার খেতে পারে এবং চিকিৎসার জন্য কেউ যেন জায়গা-জমি বিক্রি করতে না হয়। সেজন্য আমি সংসদে উপস্থাপন করবো এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে সে দাবি আদায়ের জোর চেষ্টা করবো।
বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ হাসেম হাসু ও ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস মো. দেলোয়ার হোসেনের যৌথ উপস্থপানায় বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা খালেদুর রব মিঠু, আলহাজ¦ মো. সেলিম, অধ্যাপক মো. সেলিম, বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আহসান হাবিব ও মো. ফয়সাল হোসেন প্রমুখ।
এসময় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবীব অরুন, বীরমুক্তিযোদ্ধা মো. আবু তাহের, উপজেলা আওয়ামী লীগ নেতা গাজী বিল্লাল হোসেন, হাজী জসিম উদ্দিন, হাটিলা পশ্চিম ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হুমায়ুন কবির লিটন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাদাত হোসেন রানা, সাধারণ সম্পাদক শুকুর আলম গাজীসহ উপজেলা ও স্ব-স্ব ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ বড়কুল পূর্ব ও পশ্চিম ইউনিয়ন ও সকল ওয়ার্ডের দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ পথসভাগুলোতে কয়েক শতাধীক লোকজন উপস্থিত ছিলেন।