ঢাকা 3:17 am, Sunday, 3 August 2025

মতলব উত্তরে চলাচলের রাস্তা বন্ধ করে আপন ভাইসহ কয়েক পরিবার অবরুদ্ধ

  • Reporter Name
  • Update Time : 10:38:16 pm, Saturday, 23 December 2023
  • 9 Time View

ছবি-ত্রিনদী

মানুষ সৃষ্টির সেরা জীব। তাদের আচার আচরনও সেরা। কিন্তু মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে তা বনের পশুকেও হারমানায়। তেমনি এক ঘটনা ঘটেছে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের খাগকান্দা গ্রামে। আপন ভাইসহ কয়েকটি পরিবারের রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে স্থানীয় লোকজনের অনেক রাস্তা ঘুরে চলাচল করতে হচ্ছে।

উপজেলায় খাগকান্দা গ্রামের মৃত রপ্তে আলী প্রধানের ছেলে জহিরুল ইসলাম প্রধান একটি রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। এতে বিপাকে পড়েছে তার আপন ভাই সূরুজ্জামান প্রধানের পরিবারসহ আরো কয়েটি পরিবার। এতে তাদের অনেক রাস্তা ঘুরে আসা–যাওয়া করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিদিন বেশ কয়েকটি পরিবারসহ স্কুল কলেজের ছাত্র ছাত্রীাহ প্রায় শতাধিক মানুষ চলাচল করে থাকে। শুধু তাই নয়, বিল থেকে ধান–পাটসহ বিভিন্ন কৃষি পণ্যও এই রাস্তা ব্যবহার করে এলাকাবাসী বাড়িতে নিয়ে যান।

গত মঙ্গলবার ২০ ডিসেম্বর সরজমিনে গিয়ে দেখা গেছে জহিরুল ইসলাম প্রধান বাড়ির ভিতর টিন ও কাটা দিয়ে বেরা দিয়ে রেখেছে। এই বেরার মধো গাছ লাগিয়ে রেখেছে এবং একটি পাকা কবর রয়েছে ঐ খানে।

স্থানীয়দের সাথে কথা হলে জহিরুল ইসলাম প্রধানের ভাই সুরুজ্জামান প্রধান বলেন, জহির আমার ভাই বটে, কিন্তু তার আচার আচরনে তাকে ভাই বলতে ইচ্ছে করে না। সে আপন ভাইয়ের চলাচল কিভাবে বন্ধ করে। সে রাস্তা বন্ধ করার কারনে আমার পরিবারসহ আরো কয়েকটি পরিবার অবরুদ্ধ হয়ে পরেছে। সে ১৯৯২ সালে চাঁদপুরে চাকরিকালীন সময়ে ৪ লক্ষ্য টাকা আত্মসাৎ করে কুরিয়া চলে যায়। পরে সেই মামলায় আমাকে শেষ করতে হয়েছে। সে একজন প্রতারক ও সমাজ বিরুদী। মসজিদের বেতনও দেয়ন।

মৃত আউয়ালের স্ত্রী মাকসুদা, একই বাড়ির ফয়েজ ও জুলহাস জানান, জহিরুল গোপনে অংশীদারদের সম্পত্তি কিনে এই ধরনের জামেলার সৃষ্টি করে। অংশীদার যতটুকু পাবে তার চেয়ে বেশি ক্রয় করে জোড় পূর্বক দখল করে। তাকে গ্রামের কেন মানুষ পছন্দ করে না। কেউ প্রতিবাদ করলে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশের মাধ্যমে হয়রানি করে।

 

এ বিষয়ে অভিযুক্ত জহিরুল ইসলাম প্রধানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। দেখেছি মানুষের চলাচল রাস্তা বন্ধ করে দিয়েছে। এটা কোন ভাবেই কাম্য নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলব পৌর ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

মতলব উত্তরে চলাচলের রাস্তা বন্ধ করে আপন ভাইসহ কয়েক পরিবার অবরুদ্ধ

Update Time : 10:38:16 pm, Saturday, 23 December 2023

মানুষ সৃষ্টির সেরা জীব। তাদের আচার আচরনও সেরা। কিন্তু মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে তা বনের পশুকেও হারমানায়। তেমনি এক ঘটনা ঘটেছে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের খাগকান্দা গ্রামে। আপন ভাইসহ কয়েকটি পরিবারের রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে স্থানীয় লোকজনের অনেক রাস্তা ঘুরে চলাচল করতে হচ্ছে।

উপজেলায় খাগকান্দা গ্রামের মৃত রপ্তে আলী প্রধানের ছেলে জহিরুল ইসলাম প্রধান একটি রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। এতে বিপাকে পড়েছে তার আপন ভাই সূরুজ্জামান প্রধানের পরিবারসহ আরো কয়েটি পরিবার। এতে তাদের অনেক রাস্তা ঘুরে আসা–যাওয়া করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিদিন বেশ কয়েকটি পরিবারসহ স্কুল কলেজের ছাত্র ছাত্রীাহ প্রায় শতাধিক মানুষ চলাচল করে থাকে। শুধু তাই নয়, বিল থেকে ধান–পাটসহ বিভিন্ন কৃষি পণ্যও এই রাস্তা ব্যবহার করে এলাকাবাসী বাড়িতে নিয়ে যান।

গত মঙ্গলবার ২০ ডিসেম্বর সরজমিনে গিয়ে দেখা গেছে জহিরুল ইসলাম প্রধান বাড়ির ভিতর টিন ও কাটা দিয়ে বেরা দিয়ে রেখেছে। এই বেরার মধো গাছ লাগিয়ে রেখেছে এবং একটি পাকা কবর রয়েছে ঐ খানে।

স্থানীয়দের সাথে কথা হলে জহিরুল ইসলাম প্রধানের ভাই সুরুজ্জামান প্রধান বলেন, জহির আমার ভাই বটে, কিন্তু তার আচার আচরনে তাকে ভাই বলতে ইচ্ছে করে না। সে আপন ভাইয়ের চলাচল কিভাবে বন্ধ করে। সে রাস্তা বন্ধ করার কারনে আমার পরিবারসহ আরো কয়েকটি পরিবার অবরুদ্ধ হয়ে পরেছে। সে ১৯৯২ সালে চাঁদপুরে চাকরিকালীন সময়ে ৪ লক্ষ্য টাকা আত্মসাৎ করে কুরিয়া চলে যায়। পরে সেই মামলায় আমাকে শেষ করতে হয়েছে। সে একজন প্রতারক ও সমাজ বিরুদী। মসজিদের বেতনও দেয়ন।

মৃত আউয়ালের স্ত্রী মাকসুদা, একই বাড়ির ফয়েজ ও জুলহাস জানান, জহিরুল গোপনে অংশীদারদের সম্পত্তি কিনে এই ধরনের জামেলার সৃষ্টি করে। অংশীদার যতটুকু পাবে তার চেয়ে বেশি ক্রয় করে জোড় পূর্বক দখল করে। তাকে গ্রামের কেন মানুষ পছন্দ করে না। কেউ প্রতিবাদ করলে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশের মাধ্যমে হয়রানি করে।

 

এ বিষয়ে অভিযুক্ত জহিরুল ইসলাম প্রধানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। দেখেছি মানুষের চলাচল রাস্তা বন্ধ করে দিয়েছে। এটা কোন ভাবেই কাম্য নয়।