ঢাকা 4:52 am, Thursday, 21 August 2025

হাজীগঞ্জে ফসলি জমি মাটি বিক্রয় করায় এক ব্যক্তির ৭ দিনের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : 11:11:33 pm, Monday, 22 April 2024
  • 12 Time View

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধভাবে কৃষিজমির টপসয়েল মাটি কাটার অপরাধে মো. শহিদ (৫০) নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল। সোমবার (২২ এপ্রিল) বিকালে তিনি উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যক্তিতে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশপ্রাপ্ত মো. শহিদ ওই ইউনিয়নের জাকনি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, মো. শহিদ অবৈধভাবে কৃষি জমির টপসয়েল মাটি কেটে নিচ্ছেন এমন অভিযোগে সোমবার বিকালে জাকনি গ্রামের কৃষিমাঠ পরিদর্শন করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। তিনি অভিযোগের সত্যতা পাওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি টপসয়েল মাটি কাটার বিষয়টি স্বীকার করায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. শহিদকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে পুলিশ তাৎক্ষণিক তাকে গ্রেফতার করে হাজীগঞ্জ থানায় নিয়ে আসে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন সময়ে বড়কুল পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আমিন হেলাল, ইউপি সদস্য আবু নাসের সুমনসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাজীগঞ্জে ফসলি জমি মাটি বিক্রয় করায় এক ব্যক্তির ৭ দিনের কারাদণ্ড

Update Time : 11:11:33 pm, Monday, 22 April 2024

চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধভাবে কৃষিজমির টপসয়েল মাটি কাটার অপরাধে মো. শহিদ (৫০) নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল। সোমবার (২২ এপ্রিল) বিকালে তিনি উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যক্তিতে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশপ্রাপ্ত মো. শহিদ ওই ইউনিয়নের জাকনি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, মো. শহিদ অবৈধভাবে কৃষি জমির টপসয়েল মাটি কেটে নিচ্ছেন এমন অভিযোগে সোমবার বিকালে জাকনি গ্রামের কৃষিমাঠ পরিদর্শন করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। তিনি অভিযোগের সত্যতা পাওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি টপসয়েল মাটি কাটার বিষয়টি স্বীকার করায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. শহিদকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে পুলিশ তাৎক্ষণিক তাকে গ্রেফতার করে হাজীগঞ্জ থানায় নিয়ে আসে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন সময়ে বড়কুল পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আমিন হেলাল, ইউপি সদস্য আবু নাসের সুমনসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।