শিরোনাম:
মাত্র ২৩ বছরে ২৫০ কোটি টাকার মালিক, ছাড়িয়ে গেলেন শাহরুখকে দেশে ৩ মাসে বেকারত্ব বেড়েছে ২ লাখ ৭০ হাজার ট্রেনের টিকিটে বাসে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা মতলব উত্তরে কিশোর মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মতলব উত্তর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত মঙ্গলবার থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে থাকছে না অধিভুক্ত ৭ কলেজ বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বেতন না পোষালে অন্য পেশায় চলে যান-প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে উপদেষ্টা বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ ফেলে ৩১ দফার ভিত্তিতে দেশ গড়বে-মোতাহার হোসেন পাটওয়ারী

এইচএসসির প্রথম দিনে শাহরাস্তিতে ১জন ও মতলব দক্ষিণ উপজেলায় ২ পরীক্ষার্থী বহিষ্কার

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : রবিবার, ৩০ জুন, ২০২৪
ছবি-সংগৃহিত।

চলতি বছর এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দুইজন ও শাহরাস্তি উপজেলায় ১ জনসহ ৩জন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে। মতলবের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউছুল আলম পাটোয়ারী।

রবিবার (৩০ জুন) পরীক্ষা চলাকালীন সময় মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও নারায়ণপুর ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা।

অপরদিকে শাহরাস্তি উপজেলার ভোলদিঘী কামিল মাদ্রাসা কেন্দ্রে সাধারণ বিভাগের ছাত্র মো. জাবের হোসেন সাব্বিরকে পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়। এই তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা শাখা) বিশাল দাস।

মতলব দক্ষিণ মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় উপজেলার তিনটি কেন্দ্রে চলতি বছর ৯ শত ৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথম দিনে অনুপস্থিত ছিল পাঁচ জন। কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি (বিএম) পরীক্ষায় মতলব সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে ৮২ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৮১ জন এবং আলিম পরীক্ষায় মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২ শত আট জন শিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪ জন।

এদিকে পরীক্ষার প্রথম দিনে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতান, সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১