মোহাম্মদ হাবীব উল্যাহ্:
মহান বিজয় দিবস উপলক্ষে হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের আড়ুলী স্পোটিং ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে ইউনিয়নের আড়ুলী মাঠে আয়োজিত খেলায় চ্যাম্পিয়ন হয়, বড়কুল আইডিয়াল ক্লাব ও পাঠাগার এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন ক্লাবের খেলোয়াড় হৃদয় ও ম্যান অব দ্যা ম্যাচ হন জামাই রাজু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল আইডিয়াল ক্লাব ও পাঠাগার এবং রানারআপ দল আড়ুলী স্পোটিং ক্লাবের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রতিকী চেক তুলে দেন, সামাজিক ও মানবিক সংগঠন সেবা সংঘের সভাপতি আনোয়ার হোসেন সরকার। এসময় তিনি প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়সহ উপস্থিতির উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এছাড়াও বক্তব্য রাখেন, আড়ুলী স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. বশির আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জি. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমাম হোসেন।
ক্লাবের সভাপতি এস.এম সবুজের সভাপতিত্বে ও ইঞ্জি. আবু ইউছুফের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আড়ুলী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান। বক্তব্যের পূর্বে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবের সদস্যবৃন্দ।
এ সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও আইডিয়াল ক্লাব ও পাঠাগারের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ, উপদেষ্টা সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন টিটু, মো. মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির, বিএনপি নেতা ফারুক হোসেন, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।
এছাড়াও আড়ুলি স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ডাঃ জহির আহমেদ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমীন হোসেন দিনু , সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ আড়ুলি স্পোর্টিং ক্লাবের সদস্য আবু ইসহাক রানা,আল আমিন শাখাওয়াত, জসিম, সাকিব আল হাসান,মাহফুজ আলম,মিন্টু পোদ্দার, হাবিব,সোহাগ রানা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।