মো. জহির হোসেন:
হাজীগঞ্জের জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ে দ্বি- বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, চাঁদপুর জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন পাটোয়ারী।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, নামাজ এবং টিফিন বাধ্যতামূলক করতে হবে এই প্রতিষ্ঠানে, এবং তোমরা মানুষের মত মানুষ হতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বড় ডিগ্রিধারী হলে তাকে মানুষ বলে না মনে রাখতে হবে তোমাদের।
তিনি বলেন, ভালো ছাত্র হওয়ার চেয়েও মূল্যবোধ সম্পন্ন ভালো মানুষ হওয়া প্রয়োজন।
বিদ্যালয়ের দাতা সদস্য আবু তাহের মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৯নং গন্ধর্ব্যপুর (উঃ) ইউনিয়ন চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, সাবেক সহকারী প্রধান শিক্ষক হাবিব উল্যাহ্ মজুমদার,দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, জনতা ব্যাংকের এজিএম মোশারফ হোসেন, কাঁকৈরতলা জনতা কলেজের সিনিয়র শিক্ষক মোজাম্মেল হক( কাজল), হাফেজ আহমেদ, নুরুল হুদা, মোস্তফা কামাল, বাংলাদেশ সেনাবাহিনী সাজেন্ট ইলিয়াস আহমেদ, ইউরোপ প্রবাসী মজিবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জগনাথপুর হাজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক নূরে আলম। অনুষ্ঠান শেষ মোনাজাত পরিচালনা করেন এটিএম হোসাইন তালুকদার। এসময় অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।