ঢাকা 10:37 am, Wednesday, 23 July 2025

মাসে চারদিন হাজীগঞ্জ বাজার বন্ধ থাকলে ব্যবসায়ীরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবেন

  • Reporter Name
  • Update Time : 11:42:28 pm, Tuesday, 22 July 2025
  • 7 Time View

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার সাপ্তাহিক বন্ধে শ্রম মন্ত্রণালয়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা অধিদপ্তর কুমিল্লা জোনের উপ-মহাপরিদর্শক সৈয়দ নাজমুল রাশেদ।

তিনি বলেন, লেবার আইন-২০১৬ অনুযায়ী সাপ্তাহিক দেড় দিন বন্ধ রাখার বিধান রয়েছে। এর মধ্যে শুক্রবার অর্ধ-দিবস ও শনিবার পূর্ণ দিবস। কিন্তু এ আইনটি হাজীগঞ্জে আংশিকভাবে পালিত হলেও পূর্ণাঙ্গভাবে পালিত হচ্ছে না। বিষয়টি আইনের সাথে সাঙ্গর্সিক। তাই, পূর্ণাঙ্গভাবে অন্তত সাপ্তাহিকভাবে একদিন বন্ধ রাখতে হবে।
ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ীরা বলেন, হাজীগঞ্জে কল-কারখানা নেই। এখানে সবাই ক্ষুদ্র ব্যবসায়ী এবং বাজারের ৯৫ ভাগ ব্যবসায়ী ভাড়াটিয়া। তারা ব্যাংক ঋণ ব্যবসা করে থাকে। প্রতি মাসে কিস্তি, দোকান ভাড়া, স্টাফ খরচ, ট্রেড লাইসেন্স ও সরকারি বিভিন্ন ফি’সহ অন্যান্য ব্যয় পরিশোধে হিমশিম খাচ্ছে। তার উপর মাসে দুইদিন দোকানঘর বন্ধ রাখতে হচ্ছে।

মাসে দুইদিন বন্ধ রাখার দাবি জানিয়ে তারা বলেন, এখন যদি মাসে চারদিন দোকান বন্ধ রাখা হয়। তাহলে ব্যবসায়ীরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি হাজীগঞ্জ বাজার থেকে ক্রেতা হারানোর আশঙ্কাও রয়েছে। তাই, ব্যবসায়ীদের আর্থ-সামাজিক দিক বিবেচনা করে সাপ্তাহিক বন্ধ চার দিনের পরিবর্তে দুইদিন দোকানঘর বন্ধ রাখার বিষয়টি কার্যকর করার আহবান জানান।

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন শাবুর উপস্থাপনায় সভায় মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, ব্যবসায়ী এম.এ রহিম পাটওয়ারী, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, টাইলস ও স্যানেটারী ব্যবসায়ীদের পক্ষে ইউসুফ প্রধানীয়া সুমন, হাজীগঞ্জ প্লাজা মার্কেটের পক্ষে কাজী জিয়াউর রহমান, বকুলতলা রোড ব্যবসায়ীদের পক্ষে নাজমুল আহসান নয়ন।

এসময় আরো বক্তব্য রাখেন, কওমি মাদ্রাসা মার্কেট ব্যবসায়ীদের পক্ষে শামসুদ্দিন খাঁন নূর, রজনীগন্ধার মার্কেট ব্যবসায়ীদের পক্ষে শাহাদাত খাঁন মিশু, বণিক পট্টির ব্যবসায়ীদের পক্ষে প্রণব সাহা, দোকান স্টাফদের (কর্মচারী) পক্ষে আওলাদ হোসেন প্রধানীয়া ও তুহিন ইসলাম প্রমুখ। সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সমিতির শিল্প বিষয়ক সম্পাদক হাফেজ মো. আবুল কাশেম।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা অধিদপ্তর কুমিল্লা জোনের শ্রম পরিদর্শক মনির হোসেন ও এনামুল হক’সহ বাজার ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, কয়েক শতাধিক ব্যবসায়ী ও কর্মচারী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে মাদক’সহ ৩ কারবারি গ্রেপ্তার

মাসে চারদিন হাজীগঞ্জ বাজার বন্ধ থাকলে ব্যবসায়ীরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবেন

Update Time : 11:42:28 pm, Tuesday, 22 July 2025

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার সাপ্তাহিক বন্ধে শ্রম মন্ত্রণালয়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা অধিদপ্তর কুমিল্লা জোনের উপ-মহাপরিদর্শক সৈয়দ নাজমুল রাশেদ।

তিনি বলেন, লেবার আইন-২০১৬ অনুযায়ী সাপ্তাহিক দেড় দিন বন্ধ রাখার বিধান রয়েছে। এর মধ্যে শুক্রবার অর্ধ-দিবস ও শনিবার পূর্ণ দিবস। কিন্তু এ আইনটি হাজীগঞ্জে আংশিকভাবে পালিত হলেও পূর্ণাঙ্গভাবে পালিত হচ্ছে না। বিষয়টি আইনের সাথে সাঙ্গর্সিক। তাই, পূর্ণাঙ্গভাবে অন্তত সাপ্তাহিকভাবে একদিন বন্ধ রাখতে হবে।
ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ীরা বলেন, হাজীগঞ্জে কল-কারখানা নেই। এখানে সবাই ক্ষুদ্র ব্যবসায়ী এবং বাজারের ৯৫ ভাগ ব্যবসায়ী ভাড়াটিয়া। তারা ব্যাংক ঋণ ব্যবসা করে থাকে। প্রতি মাসে কিস্তি, দোকান ভাড়া, স্টাফ খরচ, ট্রেড লাইসেন্স ও সরকারি বিভিন্ন ফি’সহ অন্যান্য ব্যয় পরিশোধে হিমশিম খাচ্ছে। তার উপর মাসে দুইদিন দোকানঘর বন্ধ রাখতে হচ্ছে।

মাসে দুইদিন বন্ধ রাখার দাবি জানিয়ে তারা বলেন, এখন যদি মাসে চারদিন দোকান বন্ধ রাখা হয়। তাহলে ব্যবসায়ীরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি হাজীগঞ্জ বাজার থেকে ক্রেতা হারানোর আশঙ্কাও রয়েছে। তাই, ব্যবসায়ীদের আর্থ-সামাজিক দিক বিবেচনা করে সাপ্তাহিক বন্ধ চার দিনের পরিবর্তে দুইদিন দোকানঘর বন্ধ রাখার বিষয়টি কার্যকর করার আহবান জানান।

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন শাবুর উপস্থাপনায় সভায় মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, ব্যবসায়ী এম.এ রহিম পাটওয়ারী, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, টাইলস ও স্যানেটারী ব্যবসায়ীদের পক্ষে ইউসুফ প্রধানীয়া সুমন, হাজীগঞ্জ প্লাজা মার্কেটের পক্ষে কাজী জিয়াউর রহমান, বকুলতলা রোড ব্যবসায়ীদের পক্ষে নাজমুল আহসান নয়ন।

এসময় আরো বক্তব্য রাখেন, কওমি মাদ্রাসা মার্কেট ব্যবসায়ীদের পক্ষে শামসুদ্দিন খাঁন নূর, রজনীগন্ধার মার্কেট ব্যবসায়ীদের পক্ষে শাহাদাত খাঁন মিশু, বণিক পট্টির ব্যবসায়ীদের পক্ষে প্রণব সাহা, দোকান স্টাফদের (কর্মচারী) পক্ষে আওলাদ হোসেন প্রধানীয়া ও তুহিন ইসলাম প্রমুখ। সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সমিতির শিল্প বিষয়ক সম্পাদক হাফেজ মো. আবুল কাশেম।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা অধিদপ্তর কুমিল্লা জোনের শ্রম পরিদর্শক মনির হোসেন ও এনামুল হক’সহ বাজার ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, কয়েক শতাধিক ব্যবসায়ী ও কর্মচারী উপস্থিত ছিলেন।