ঢাকা 11:40 pm, Wednesday, 2 July 2025

চাঁদপুরে মাঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে বাবা-ছেলের মৃত্যু

চাঁদপুরে ফসলি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসাথে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর দেড়টায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কদ্দিপাঁচগাঁও গ্রামের তপদার বাড়ির মৃত খালেক তপদারের পুত্র আব্দুর রব তপদার (৬০) ও তার ছেলে সায়েম তপদার (২৩)। আব্দুর রব তপদার ছিলেন অবসরপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। তার ৩ মেয়ে ও ২ ছেলের মধ্যে নিহত সায়েম হোসেন শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় যুবক মেহেদী হাসান নিরব জানান, বাড়ির কাছে রেললাইনের পাশের জমিতে পাট জাগ দিতে যান আব্দুর রব। পার্শ্ববর্তী আকতার তপদারের দোকানে নেয়া বিদ্যুতের তার ছিড়ে জমিতে পড়ে ছিল। একপর্যায়ে সেই ছেড়া তারে আব্দুর রব তপদার জড়িয়ে স্পৃষ্ট হয়ে কাতরাতে থাকলে একটি মেয়ে তার ছেলে সায়েমকে বলে। পরে দূর থেকে বাবার এমন অবস্থা দেখে বাবাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে জমি থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রব তপদারের শ্যালক শাহ আলম বলেন, আমার বোনের জামাই ও ভাগিনা পাট জাগ দিতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারে স্পৃষ্ট হয়ে গুরুতর হয়। তাদের হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। পারিবারিক সিদ্ধান্ত হলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়। নিহতদের হাসপাতালে আনার পর পুলিশকে না জানিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রাথমিক তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না পেলে ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে পারবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজাদ সরকারকে হত্যার ঘটনায় প্রধান আসামী কাজী মিঠু আটক

চাঁদপুরে মাঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে বাবা-ছেলের মৃত্যু

Update Time : 10:03:54 pm, Wednesday, 2 July 2025

চাঁদপুরে ফসলি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসাথে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর দেড়টায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কদ্দিপাঁচগাঁও গ্রামের তপদার বাড়ির মৃত খালেক তপদারের পুত্র আব্দুর রব তপদার (৬০) ও তার ছেলে সায়েম তপদার (২৩)। আব্দুর রব তপদার ছিলেন অবসরপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। তার ৩ মেয়ে ও ২ ছেলের মধ্যে নিহত সায়েম হোসেন শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় যুবক মেহেদী হাসান নিরব জানান, বাড়ির কাছে রেললাইনের পাশের জমিতে পাট জাগ দিতে যান আব্দুর রব। পার্শ্ববর্তী আকতার তপদারের দোকানে নেয়া বিদ্যুতের তার ছিড়ে জমিতে পড়ে ছিল। একপর্যায়ে সেই ছেড়া তারে আব্দুর রব তপদার জড়িয়ে স্পৃষ্ট হয়ে কাতরাতে থাকলে একটি মেয়ে তার ছেলে সায়েমকে বলে। পরে দূর থেকে বাবার এমন অবস্থা দেখে বাবাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে জমি থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রব তপদারের শ্যালক শাহ আলম বলেন, আমার বোনের জামাই ও ভাগিনা পাট জাগ দিতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারে স্পৃষ্ট হয়ে গুরুতর হয়। তাদের হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। পারিবারিক সিদ্ধান্ত হলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়। নিহতদের হাসপাতালে আনার পর পুলিশকে না জানিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রাথমিক তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না পেলে ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে পারবে।