কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে হাজীগঞ্জে গণমিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে রোববার (১৯ অক্টোবর) বিকালে হাজীগঞ্জ বাজার এলাকায় এ গণমিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন শেষে গণমিছিল বের করা হয়। মিছিলটি হাজীগঞ্জ পূর্ব বাজার প্রদক্ষিণ করে পশ্চিম বাজারস্থ চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, রেমিট্যান্স ও প্রশাসনিক কাঠামোর দিক থেকে কুমিল্লা বরাবরই অগ্রগামী। তাই, কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা সময়ের দাবি। তারা অভিযোগ করেন, ‘অদৃশ্য মহল’-এর ষড়যন্ত্রে বারবার এই উদ্যোগ থেমে যাচ্ছে।
হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক উপদেষ্টা সদস্য হেলাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিমের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক টিপু চৌধুরী, কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন।
বক্তব্য রাখেন, কুমিল্লা কনটেন্ট ক্রিয়েটর ইসরাত জাহান মিতু, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির সংগঠক ফখরুল ইসলাম মিঠু, গোলাম মুহাম্মদ সামদানী, তোফায়েল আহম্মেদ, সাইফ উদ্দিন ও প্রবাসী সংগঠক সোহেল রানা প্রমুখ। গণমিছিল, মানববন্ধণ ও সমাবেশে সাধারণ মানুষ অংশগ্রহণ করে কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে স্লোগান দেন।