মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আজ ৩০ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শিক্ষাবান্ধব ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন কণ্ঠ মতলব দক্ষিন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য_সচিব রেহান উদ্দিন রাজন।
মনোনয়নপত্র সংগ্রহের পর রেহান উদ্দিন রাজন বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও জানান, বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের উন্নয়ন ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান তিনি।
মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে এলাকায় শিক্ষক-অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, বিদ্যালয়ের উন্নয়নে রেহান উদ্দিন রাজন ইতিবাচক ভূমিকা রাখবেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, নিবেদিতপ্রাণ ও শিক্ষাবান্ধব এ প্রার্থী নির্বাচিত হলে প্রতিষ্ঠানটি শৃঙ্খলা, মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশে নতুন দিগন্ত সৃষ্টি হবে।
 
																			 সফিকুল ইসলাম রিংকু
																সফিকুল ইসলাম রিংকু								 
























