হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী এবং সেরা খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালী শেষে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধনের পর দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শেষে এদিন বিকালে সেরা খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে উন্নতি’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমেনা আক্তারের সভাপতিত্বে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহিন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম ও খামারিদের পক্ষে মো. বেলাল হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলাম।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং ভিএফএ আলী আজগরের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এজিএম তাজুল ইসলাম পাটওয়ারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীনসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি ॥ 




















