“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” কচুয়ায় কর্মপ্রত্যাশী যুব ও যুবনারীদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে সাত দিনব্যাপী আধুনিক পারিবারিক হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রবিবার উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে সামাজিক সংগঠন সেবা উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদুল হাসান রাসেল।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন,বর্তমান সময়ে হাঁস-মুরগি পালন শুধু পারিবারিক চাহিদা মেটানোর ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং এটি যুব সমাজের জন্য আয়ের একটি সম্ভাবনাময় খাত। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাঁস-মুরগি পালনের কৌশল শিখে আত্মকর্মসংস্থানে যুক্ত হতে পারবেন।
এ প্রশিক্ষণ ২৩ শে ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত সাত দিনের কোর্স। অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সে ৩০ জন যুব ও যুবা অংশ গ্রহণ করেন। এই কোর্সে পারিবারিক হাঁস-মুরগী ও গবাদি পশু পালনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহম্মেদের সভাপতিত্বে ও সামাজিক সংগঠন সেবা উন্নয়ন সংস্থার সভাপতি কাজী আনোয়ার উল্লাহর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আসাদুজ্জামান,উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা আবুল বাশার ও মোহাম্মদ শাজাহান, দরিয়া হায়াতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সেবা উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন
কচুয়া প্রতিনিধি: 
























