
চাঁদপুর-১কচুয়া আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান রাসেলের কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়।

মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা জামায়াতে নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, উপজেলা জামায়াতের আমির এডভোকেট আবু তাহের মেসবাহ, নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী।

মনোনয়ন পত্র দাখিলের শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী বলেন, চাঁদপুর- কচুয়া আসনে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছি।
তিনি আরো বলেন,জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য নেতাকে নির্বাচিত করবে।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া: 





















