
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-১ (কচুয়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাবিব খান তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার তিনি কচুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান রাসেল প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়ন দাখিলের সময় জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে হাবিব খান বলেন, কচুয়া উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, শিক্ষার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তাঁর নির্বাচনী অঙ্গীকার। পাশাপাশি তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া: 





















