বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কচুয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, কর্মীবান্ধব ও নির্যাতিত নেতা মোঃ কাউছার হোসেন। গত (৮ই জানুয়ারি) বৃহস্পতিবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীদের সিদ্ধান্তক্রমে তাকে এই পদে নির্বাচিত করেন। কাউছার হোসেন তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও গোহট উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে দলের দুঃসময়ে সফলতা ভাবে দায়িত্ব পালন করেছেন। দলের দুঃসময়ে বহু হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি জনপ্রিয় ও কর্মীবান্ধব নেতা হিসেবে বেশ পরিচিতি লাভ করেছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান,দীর্ঘদিন ধরে কাউছার হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের প্রতি অগাধ বিশ্বাস, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন দক্ষ ও আদর্শবান সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন হামলা মামলা ও বিভিন্ন বাধা অপেক্ষা করেও দলীয় নেতাকর্মীদের খোঁজখবর, সংগঠনের কার্যক্রমে কঠিন ভূমিকা রেখেছেন। নিজের ব্যবসা বাণিজ্যের উপার্জনের টাকা দিয়ে দলীয় সকল কর্মকান্ড বাস্তবায়নসহ নেতাকর্মীদেরকে পিছনে ব্যয় করেছেন। কাউসার হোসেনের নিজ গ্রাম আইনগিরি এলাকায় সামাজিক কর্মকান্ডে তার বেশ সুনামের সাথে পরিচিতি লাভ করেছেন। তার এই নেতৃত্ব, কর্মনিষ্ঠা ও অবদানের যথাযথ মূল্যায়ন হিসেবেই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত করেছেন।
এই দায়িত্ব পাওয়ার পর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছার হোসেন বলেন, “দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মনোনীত প্রার্থী ড.আনম এহছানুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে দলের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে আমি আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি পদে কাউছার হোসেনকে নির্বাচিত করায় উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া: 






















