ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, যেনে নিন সর্বশেষ পরিস্থিতি

ছবি-ত্রিনদী

ইরানকে পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হোয়াইট হাউসে এক মন্ত্রিসভার বৈঠকে ইরান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে হেগসেথ এ কথা বলেন।

এ সময় ইরানের পারমাণবিক সক্ষমতা বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘তাদের পারমাণবিক সক্ষমতার পথে এগোনো উচিত নয়। প্রেসিডেন্ট যুদ্ধ দপ্তরের কাছ থেকে যা প্রত্যাশা করবেন, তা বাস্তবায়নে আমরা প্রস্তুত থাকব।’ এ সময় তিনি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনানুষ্ঠানিক নাম পরিবর্তনের প্রসঙ্গও উল্লেখ করেন।

এদিকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলে বড় ধরনের সামরিক শক্তি মোতায়েন করেছে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখনও ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি, এখন বিভিন্ন বিকল্প পর্যালোচনা করা হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। দেশটিতে দাঙ্গা-সহিংসতায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা অব্যাহত রাখে, তবে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। যদিও অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক দমননীতির বিরুদ্ধে শুরু হওয়া ওই গণবিক্ষোভ সম্প্রতি অনেকটাই স্তিমিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু হওয়ার পর যদি তেহরান আবার পারমাণবিক কর্মসূচি জোরদার করে, তবে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

সূত্র: আল আরাবিয়া

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সাংবাদিক সফিকুল ইসলাম রিংকুর বাবার ১২ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া কামনা 

ইরানে হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, যেনে নিন সর্বশেষ পরিস্থিতি

Update Time : ১০:২৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ইরানকে পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হোয়াইট হাউসে এক মন্ত্রিসভার বৈঠকে ইরান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে হেগসেথ এ কথা বলেন।

এ সময় ইরানের পারমাণবিক সক্ষমতা বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘তাদের পারমাণবিক সক্ষমতার পথে এগোনো উচিত নয়। প্রেসিডেন্ট যুদ্ধ দপ্তরের কাছ থেকে যা প্রত্যাশা করবেন, তা বাস্তবায়নে আমরা প্রস্তুত থাকব।’ এ সময় তিনি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনানুষ্ঠানিক নাম পরিবর্তনের প্রসঙ্গও উল্লেখ করেন।

এদিকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলে বড় ধরনের সামরিক শক্তি মোতায়েন করেছে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখনও ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি, এখন বিভিন্ন বিকল্প পর্যালোচনা করা হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। দেশটিতে দাঙ্গা-সহিংসতায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা অব্যাহত রাখে, তবে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। যদিও অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক দমননীতির বিরুদ্ধে শুরু হওয়া ওই গণবিক্ষোভ সম্প্রতি অনেকটাই স্তিমিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু হওয়ার পর যদি তেহরান আবার পারমাণবিক কর্মসূচি জোরদার করে, তবে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

সূত্র: আল আরাবিয়া