স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাজীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত পরীক্ষায় ১১৮৭ জনের মধ্যে অংশগ্রহণ করে ১১৬৮ জন। এর মধ্যে ছাত্র ৩৮৪ ও ছাত্রী ৭৮৪ জন। অনুপস্থিত ছিল ১৯ জন শিক্ষার্থী।
জানা গেছে, উপজেলার ২টি কেন্দ্র থেকে ছাত্র ৩৯২ ও ছাত্রী ৭৮৫ জনসহ মোট ১১৮৭ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করে ১১৬৮ জন। অনুপস্থিত ছিল ১৯ জন। অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৮ ও ছাত্রী ১১ জন।
হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৯৪ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৬৮৩ জন। এর মধ্যে ছাত্র ২৩৪ ও ছাত্রী ৪৬০ জন। অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ৪ জন ছাত্র ও ৭ জন ছাত্রী ছিল।
অপর কেন্দ্র বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪৯৩ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪৮৫ জন। এর মধ্যে ছাত্র ১৫৪ ও ছাত্রী ৩৩১ জন। অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ৪ জন ছাত্র ও ৪ জন ছাত্রী।
কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। দুইটি কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী ও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম দায়িত্ব পালন করেন।
এছাড়াও ২ জন কেন্দ্র সচিব, ২ জন হল সুপার, ২ জন সহকারী হল সুপার ও ৪৮ জন পরিদর্শক এবং হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক দিলীপ কুমার দাশসহ সঙ্গীয় ফোর্স আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করেন