ঢাকা 2:32 am, Monday, 18 August 2025

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে মিছিলে মিছিলে উত্তাল হাজীগঞ্জ

  • Reporter Name
  • Update Time : 11:16:07 pm, Friday, 13 October 2023
  • 10 Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলার প্রতিবাদে হাজীগঞ্জে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজ শেষে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে হাজীগঞ্জ বাজার এলাকা। ‘আল্লাহু আকবার’ ‘ফিলিস্তিন জিন্দাবাদ’ স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করে।

মুসল্লিদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, হামলা বন্ধের আহ্বান জানিয়ে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড।  বিক্ষোভ কর্মসূচি থেকে অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ করাসহ বিশ্বজুড়ে মুসলমানদের এক হওয়ার আহ্বান জানানো হয়।

বিক্ষোভ কর্মসূচিগুলো ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য হাজীগঞ্জ বাজার এলাকা ও এর আশে পাশে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের উদ্যোগে এ বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ব্যানারে লিখা ছিলো ‘ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা ও আল আকসা মসজিদে হামলার প্রতিবাদে’ সংহতি ও বিক্ষোভ মিছিল।

মিছিলের পর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি . রউফ বলেন, যুগের পর যুগ ধরে নিরীহ ফিলিস্তিন মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। এখন সেখানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। একের পর এক হামলা করে গাজা নগরীকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। অথচ তাদের বিরুদ্ধে পশ্চিমারা কোনো কথা বলছে না। বরং ইসরাইলিদের পক্ষ নিয়ে ফিলিস্তিনে হামলায় সহযোগিতা করছে। আমরা তাদের এ অবস্থানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শুক্রবার জুমার নামাজ শেষে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে পানিতে ডুবে দুই বছর বয়সি শিশুর মৃত্যু

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে মিছিলে মিছিলে উত্তাল হাজীগঞ্জ

Update Time : 11:16:07 pm, Friday, 13 October 2023

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলার প্রতিবাদে হাজীগঞ্জে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজ শেষে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে হাজীগঞ্জ বাজার এলাকা। ‘আল্লাহু আকবার’ ‘ফিলিস্তিন জিন্দাবাদ’ স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করে।

মুসল্লিদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, হামলা বন্ধের আহ্বান জানিয়ে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড।  বিক্ষোভ কর্মসূচি থেকে অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ করাসহ বিশ্বজুড়ে মুসলমানদের এক হওয়ার আহ্বান জানানো হয়।

বিক্ষোভ কর্মসূচিগুলো ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য হাজীগঞ্জ বাজার এলাকা ও এর আশে পাশে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের উদ্যোগে এ বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ব্যানারে লিখা ছিলো ‘ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা ও আল আকসা মসজিদে হামলার প্রতিবাদে’ সংহতি ও বিক্ষোভ মিছিল।

মিছিলের পর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি . রউফ বলেন, যুগের পর যুগ ধরে নিরীহ ফিলিস্তিন মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। এখন সেখানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। একের পর এক হামলা করে গাজা নগরীকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। অথচ তাদের বিরুদ্ধে পশ্চিমারা কোনো কথা বলছে না। বরং ইসরাইলিদের পক্ষ নিয়ে ফিলিস্তিনে হামলায় সহযোগিতা করছে। আমরা তাদের এ অবস্থানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শুক্রবার জুমার নামাজ শেষে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।