হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া আবুল বাসার মজুমদার নূরানী মাদ্রাসার ইবতেদায়ী ৫ম শ্রেণির পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আবুল বাশার মজুমদার নূরানী মাদ্রাসার মহাপরিচালক হাফেজ হযরত মাওলানা মোস্তফা আল হাবীব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সাবেক সহকারি অধ্যাপক মোঃ সেলিম।
মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহা: আবু মুসার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক।
এসময় অন্যান্যদের মধ্যে মাদ্রাসা সভাপতি আব্দুর রাজ্জাক মজুমদার দুলাল,সদস্য নসু মজুমদার,মঞ্জু মজুমদার,আজিম মজুমদার,নাজিম মজুমদার, তুহিন মজুমদার, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মুহা: হাবিবুর রহমান,মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুহা: ফরিদ হোসাইন,মোহাম্মদ তৌহিদ হোসেন,হাফেজ কবির, আরমান হোসাইন,হাফেজ শফিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন,পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মোছাম্মৎ শারমিন আক্তার ওহি মজুমদার, ইসলামী সংগীত পরিবেশন করেন,মোসাম্মৎ সাইমা মজুমদার।
শিক্ষার্থীদের সফলতা কামনা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,আবুল বাশার মজুমদার নূরানী মাদ্রাসার মহাপরিচালক হাফেজ হযরত মাওলানা মোস্তফা আল হাবীব।
দোয়া ও আলোচনা সভায় অন্যান্য অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।