মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ২১’র প্রথম প্রহর অর্থাৎ সোমবার দিবাগত রাতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকালে প্রভাত ফেরি, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। পরে একে একে শ্রদ্ধা জানাতে আসে ইউএনও তাপস শীলের নেতৃত্বে সকল সরকারি কর্মকর্তা, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের নেতৃত্বে পৌর পরিষদ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদের নেতৃত্বে উপজেলা পরিষদ।
শ্রদ্ধা জানান, অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল পঙ্কজ কুমার দের নেতৃত্বে হাজীগঞ্জ থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেসক্লাব, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, বিএনপি ও এর অঙ্গ সংগঠন, ফায়ার সার্ভিস, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ। পরে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা ও আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ প্রভাত ফেরিতে অংশ নেয়। ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তন প্রসাশন ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য মেজর অব রফিকুল ইসলাম বীরউত্তম। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইনের উপস্থাপনায় এসময় আরো বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়া, আওয়ামী লীগ নেতা সত্যব্রত ভদ্র মিঠুন, আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, ফেরদৌসী বেগম, হাবিবুর রহমান লিটন, যুবলীগ নেতা জাকির হোসেন সোহেল প্রমুখ।
বক্তব্য শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু কুমার দত্ত মিঠু, জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠুসহ অন্যান্য জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।