ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাজীগঞ্জ উপজেলার প্রবীণ নেতা মোহাম্মদ শাহজাহানের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। রোববার (৩ মার্চ) বাদ আছর জানাযা শেষে তাঁকে পারবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিন সকালে তিনি নিজ বাড়িতে মারা যান। তিনি বাকিলা ইউনিয়নের গোগরা গ্রামের বেপারী বাড়ির (চান্দের বাড়ি) মরহুম মমতাজ উদ্দিন বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মোহাম্মদ শাহজাহানের মৃত্যুতে শোক প্রকাশ করে ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি প্রিন্সিপাল এম.এ মতিন মজুমদার ও সেক্রেটারি হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়াসহ জেলা ও উপজেলা মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জানাযার পূর্বে মরহুমের মাগফেরাত কামনা করে স্মৃতিচারণ করেন বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
এদিন মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত জানাযা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মুজাহিদ কমিটির ছদর আলহাজ্ব মাও. নুরুল আমিন জিহাদী, বিভাগীয় মুজাহিদ কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাও. জুবায়ের আহমেদ, জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, উপজেলা মুজাহিদ কমিটির ছদর আলহাজ্ব মোরশেদ আলমসহ জেলা ও উপজেলা মুজাহিদ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামী আন্দোলনের উপজেলা সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সরদার, সেক্রেটারি হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়া, জয়েন সেক্রেটারি মাও. ইসমাইল হোসেন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মোহাম্মদ কামাল গাজী, দপ্তর সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ক্বারি হামিদ মোল্লা, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হোসেন ভূঁইয়া, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সুমন মোল্লা।
উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব জামাল উদ্দীন মিয়াজী, শহর আন্দোলনের সেক্রেটারি জামাল উদ্দিন আক্তার, ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাও. মাহবুবর রহমান, সেক্রেটারি মাও. শরাফত উল্লাহসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
এছাড়াও ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, সদস্য, কর্মী ও সমর্থক, বিভিন্ন রাজনীতিক দল, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন মরহুমের জানাযা’য় অংশ গ্রহণ করে আত্মার মাগফেরাত কামনা করেন।