আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শাহরাস্তি উপজেলার ১১ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন চাঁদপুর জেলা নির্বাচন রিটার্নিং অফিসার ।মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বশির আহমেদ অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) চাঁদপুর ও নির্বাচন রিটার্নিং অফিসার বাছাই শেষে বাতিল প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন।এতে শাহরাস্তি উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ নূর আলমের নাম বাতিল ঘোষণা করা হয়।
গত ২১ এপ্রিল রবিবার শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য অনলাইনে চেয়ারম্যান ৩, ভাইস চেয়ারম্যান ৫,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ সর্বমোট ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এতে আজ ২৩ এপ্রিল মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেওয়া ১২ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ হইল।
যার ফলে চেয়ারম্যান পদে বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ হলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মো: কামরুজ্জামান মিন্টু, তরুণ শিল্প উদ্যোক্তা সমাজসেবক মো: ওমর ফারুক রুমি, বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক ইঞ্জিঃ মোহাম্মদ মুকবুল হোসেন পাটওয়ারী।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধ হয়, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, সাবেক ছাত্রলীগের সভাপতি মো: ইমদাদুল হক মিলন, মোঃ ওমর ফারুক, মোঃ ইব্রাহীম খলিল।
একই সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল ও নাজমুন নাহার,হনুফা আক্তার, হাছিনা আক্তারের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয় ।