মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে আনুমানিক ৩৫-৫০ বছর বয়সি অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মে) সকালে রাতে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের একটি খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, এদিন সন্ধ্যায় হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের বড় হাটখোলা বাড়ি সংলগ্ন এলাকার কচুয়া উধরা খালে ওই এলাকার একজন মহিলা হাঁস খুঁজতে গিয়ে মরদেহটি দেখতে পান। এসময় তিনি ডাক-চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়েন। তার ডাক-চিৎকারে শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে ঘটনাস্থল থেকে পঁচা-দূর্ঘন্ধ পেয়ে এবং লাঠি দিয়ে খালের কচুরিপানার স্তুফ সরালে তারা নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে ছুটে যান।
এছাড়াও খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুরের কর্মকর্তারা। এরপর খাল থেকে ওই যুবতীর মরদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদনসহ হাজীগঞ্জ থানা পুলিশ ও পিবিআই এর আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করে মরদেহটি থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পরিচয় সনাক্ত করা যায়নি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।