মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম পাটোয়ারী ও হাটিলা পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিককে আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে (১৯ মে) তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ।
বিষয়টি নিয়ে একাধিক গুঞ্জন রয়েছে, এর মধ্যে কেউ বলছেন আগামি ২১ মে অনুষ্ঠিতব্য হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বানচালের অপচেষ্টা, আবার কেউ বলেন চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজীর পক্ষে টাকা বিলিকরণের অভিযোগে তাদেরকে আটক করে পুলিশ।
এ দিকে টাকা বিতরণের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও মোহাম্মদ আব্দুর রহিম পাটোয়ারীর বিরুদ্ধে একাধিক পোস্ট দেখা গেছে। তবে এমন টাকা বিতরণের কোন তথ্য প্রমাণ না পাওয়া গেলেও, তিনি দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে নির্বাচন বর্জনের আহবান জানিয়ে গত কয়েকদিন লিফলেট বিতরণ করেছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম পাটোয়ারীর সাথে কথা হলে তিনি বলেন, যেখানে আমার দল নির্বাচনে বর্জন করেছে, সেখানে আমি টাকা বিলি করতে যাবো কেন? এক প্রশ্নের জবাবে তিনি জানান, কি কারণে পুলিশ তাকে আটক করেছে, তা তিনি বলতে পারবেন না।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য আব্দুর রহিম পাটোয়ারীসহ দুইজনকে আটক করা হয়েছে। সংশ্লিষ্টতার প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।