শিরোনাম:
সরকারি ভাতার কার্ডে বৈষম্যবিরোধী ছাত্র পরিচয়ে ৩৫০ টাকা করে নেওয়ার অভিযোগ মতলব উত্তরের হাজীপুর কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটি ঘোষণা মতলব উত্তরের মেঘনায় বিশেষ কম্বিং অপারেশনে বেহুন্দি জাল জব্দ মুদাফর রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল হাজীগঞ্জে বিদ্যুস্পৃষ্টে উদ্যোক্তা যুবকের মৃত্যু সড়ক দুর্ঘটনায় নিহত হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মনির কাজীর ছেলের দাফন সম্পন্ন, আহতদের সুস্থতা কামনায় দোয়া বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার দাবি জামায়াতের স্বামী পরিত্যক্তা শাহেরা বেগম জমি ক্রয় করে তার সন্তাদের নিয়ে নিরাপত্তাহীনতায় দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত হাজীগঞ্জে কোন্দ্রা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে মুসুল্লী ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চাঁদপুরে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ চেয়ারম্যান প্রার্থীর

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : রবিবার, ১৯ মে, ২০২৪

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে (আনারস) প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. হুমায়ুন কবির প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী (দোয়াত কলম) আইয়ুব আলী বেপারীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন, সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসা নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহারসহ একাধিক অভিযোগ করেছেন। সোমবার (১৯ মে) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে লিখিত বক্তব্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি স্থানীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন মন্ত্রীর এপিএস হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। চাঁদপুর সরকারি কলেজ থেকে শুরুকরে ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে সদর উপজেলা যুবলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা জানেন আমি বর্তমানে সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।

সুমন বলেন, গত ১৩ মে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন এবারের নির্বাচনে দল থেকে আমাদের দল থেকে আমাদের দলীয় কোন প্রতীক দেয়া হয়নি, দলীয় কোন মনোনয়ন দেয়া হয়নি, এমনকি দলীয় কোন সমর্থন কাউকে দেয়া হয়নি। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বি দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পদ মর্যাদা ব্যবহার করে ভোটারদের নিকট ভোট চাচ্ছেন এবং মন্ত্রী থেকে ভোটারদেরকে স্বার্থ পাইয়ে দেবার প্রলোভন দিচ্ছেন। নির্বাচনে মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে অদ্যবধি মন্ত্রীর চাঁদপুর পৌর এলাকার কদমতলাস্থ বাসভবন নির্বাচন পরিচালনার প্রধান কেন্দ্র বিন্দু হিসেবে ব্যবহার করে আসছেন।

এই প্রার্থী অভিযোগ করেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমানের বিরুদ্ধে। মেয়র দোয়াত কলম প্রতীকের প্রার্থী আইয়ুব আলী বেপারীর পক্ষে নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘনসহ সরকারি গাড়ী ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে কাজ করছেন। এসব বিষয়ে আমি রিটার্নিং কর্মকর্তার নিকিট লিখিত অভিযোগ দিয়েছি।

হুমায়ুন কবির বলেন, আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনসহ প্রশাসনের নিকট একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য আহবান জানাচ্ছি। যাতে করে নির্বাচনে পেশী শক্তি ও কালো টাকা ব্যবহারের কোন সুযোগ না হয়।

সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

চেয়ারম্যান প্রার্থীর কাছে বক্তব্যের ব্যাখ্যা চেয়ে বক্তব্য দেন দৈনিক চাঁদপুর খবরের প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদী, দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ ও ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী। চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতা, জাতীয় এবং স্থানীয় গনামধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১